রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গভীর রাতে বহরমপুরে দুষ্কৃতীদের তাণ্ডব, চলল কয়েক রাউন্ড গুলি, আহত একাধিক

Pallabi Ghosh | ০৫ মে ২০২৫ ১৬ : ৩৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের মধুপুর এলাকা। চলল তিন থেকে চার রাউন্ড গুলি। সংঘর্ষের সময় বোমাবাজিরও অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক ব্যক্তি। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধেবেলা বহরমপুরের মধুপুর এলাকার বাবুলবোনা ক্লাবে বসে আড্ডা মারছিলেন স্থানীয় ক্লাব সদস্যরা। হঠাৎই এলাকার কিছু যুবক ক্লাবের সামনে এসে চিৎকার, চেঁচামেচি এবং গালিগালাজ করতে থাকে। তখন ক্লাব সদস্যরা ওই যুবকদের বাধা দিতেই তারা হুমকি দিয়ে ফিরে যায়।

 

অভিযোগ এর কিছুক্ষণ পর আবারও বহিরাগত কিছু ছেলেকে নিয়ে ক্লাব চত্বরে ফিরে আসে ওই দুষ্কৃতী দল। এরপর হঠাৎই তারা দেশি বন্দুক বের করে তিন থেকে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পাশাপাশি বন্দুকের বাট এবং সামনে রাখা স্ট্যান্ড ফ্যান তুলে মারধর করা হয় ক্লাব সদস্যদের। 

 

গুরুতর আহত অবস্থায় চারজন ক্লাব সদস্যকে স্থানীয়দের তৎপরতায় নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মিঠু জৈন নামে এক ক্লাব সদস্য জানিয়েছেন, 'সন্ধ্যাবেলা আমরা ক্লাবের সামনে বসে যখন গল্প করছিলাম, তখনই পাড়ার কিছু ছেলে ক্লাবের সামনে এসে গালিগালাজ করতে থাকে। আমরা বারণ করায় তারা সাময়িকভাবে ফিরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই বহিরাগত আরও কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে ওই যুবকরা আমাদের উপর এসে চড়াও হয়।' 

 

তিনি আরও বলেন, 'আমরা কিছু বুঝে ওঠার আগেই চালানো হয় গুলি। তারপর স্ট্যান্ড ফ্যান এবং বন্দুকের বাট দিয়ে মেরে আমাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তবে কীসের কারণে এই আক্রমণ তা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। দুষ্কৃতীরা এই অস্ত্রই বা পেল কোথায় তাও আমাদের জানা নেই। ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে সমস্ত বিষয়টি জানিয়েছি।' 

 

এই ঘটনার নিন্দা করে বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষ বলেন, 'যেকোনও হামলার ঘটনায় নিন্দাজনক। এই ঘটনায় যারা প্রত্যক্ষভাবে দোষী, তারা যাতে শাস্তি পায় প্রশাসনের কাছে সেই আবেদনই করব।' তবে এভাবে বহরমপুর শহরের বুকে প্রকাশ্যে গুলিগোলা চলায় এবং দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


BerhamporeCrime

নানান খবর

নানান খবর

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

সোশ্যাল মিডিয়া