
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফে ওঠার দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন কোহলিরা। শনিবার মাত্র দু’রানে জয় ছিনিয়ে নেয় আরসিবি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বেঙ্গালুরু তোলে ২১৩ রান।
জবাবে সিএসকে লড়াই করলেও শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করে দেন যশ দয়াল। তবে ম্যাচে উত্তেজনার পাশাপাশি আরও একটি ব্যতিক্রমী দৃশ্য নজর কাড়ে সকলের। সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যখন ১৭তম ওভারে ব্যাট করতে নামেন, তখন ফিল্ড আম্পায়ার তাঁর ব্যাটটি একটি গজ দিয়ে পরীক্ষা করতে যান।
দেখা যায়, ধোনির ব্যাটটি সম্পূর্ণরূপে গজের মধ্যে দিয়ে যাচ্ছে না। এই দৃশ্য দেখে ধোনি নিজেই আম্পায়ারের হাত থেকে গজটি নিয়ে নিজের ব্যাট মাপতে করতে শুরু করেন। যদিও তাতে কোনও লাভ হয়নি, আম্পায়ার ধোনিকে ব্যাটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেন।
আইসিসির টি-টোয়েন্টি নিয়ম অনুযায়ী, একটি বৈধ ব্যাটের সর্বোচ্চ প্রস্থ হতে পারে ৪.৩৩ ইঞ্চি, গভীরতা ২.৬৮ ইঞ্চি এবং তা ১.৬১ ইঞ্চির বেশি মোটা হওয়া চলবে না। ব্যাটের বাঁক বা কার্ভও ০.২০ ইঞ্চির মধ্যে থাকতে হবে। তবে ম্যাচের মধ্যে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।