
সোমবার ২৬ মে ২০২৫
মিল্টন সেন
ভারতের নাগরিকত্ব নেই। অথচ নাম রয়েছে ভোটার তালিকায়। টুরিস্ট ভিসা নিয়ে ১৯৮০ সালে পাকিস্তান থেকে এসেছিলেন ভারতে। তারপর আর ফেরেননি। চন্দননগরের কুঠির মাঠ এলাকার বাসিন্দা ফতেমা বিবি মল্লিকের নাগরিকত্ব রয়েছে পাকিস্তানের।
অথচ টানা ৪৫ বছর ধরে তিনি ভারতে রয়েছেন। ভোটও দিয়েছেন। চন্দননগরে রয়েছে তাঁর স্বামী ও দুই কন্যা। পাকিস্তানের নাগরিক হয়ে কীভাবে এত বছর ধরে ভারতে ভোট দিচ্ছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক দল।
পাক নাগরিক গ্রেপ্তারের পর চন্দননগরে তুঙ্গে রাজনৈতিক তরজা। রবিবার চন্দননগর পুরো নিগমের ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল বলেছেন, ৪৫ বছর আগে খোঁজখবর করা উচিত ছিল। ১৯৮০ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল না। তখন যারা ছিল তারা বলতে পারবে। আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কোনওটাই কর্পোরেশনের বিষয় নয়। এই বিষয়গুলো ভারত সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলতে পারবে।
পাল্টা চন্দননগর এড়িয়া কমিটির সিপিআইএমের সম্পাদক ঐক্যতান দাশগুপ্ত এই দায় চাপিয়েছেন কেন্দ্রের ওপর। তাঁর দাবি, এটা রাজ্যের কোনও বিষয় না। দেশের স্বরাষ্ট্র দপ্তরের একটা বড় গাফিলতি থেকে গিয়েছে, যা তারা অস্বীকার করতে পারেন না। একজন মানুষ যে টুরিস্ট ভিসায় আসে এবং এত বছর থেকে যায় তার জবাব তো কেন্দ্র দেবে।
চন্দননগরের বিজেপি নেতা গোপাল চৌবে জানান, ‘শুধু চন্দননগর না আশেপাশে উর্দিবাজার, চাঁপদানী, ভদ্রেশ্বর, বিলকুলিতে খুঁজলে অনেক পাক নাগরিক পাওয়া যাবে। এদের আধার, প্যান রেশন কার্ড সবই রয়েছে’। সরকারের কাছে তিনি আবেদন করেছেন, সকলকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া দরকার।
উল্লেখ্য, শনিবার চন্দননগর থানার পুলিশ ফতেমা বিবিকে গ্রেপ্তার করে চন্দননগর আদালতে পেশ করে। তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ফতেমার পরিবার এবং প্রতিবেশীদের দাবি, সরকারের এই গোটা বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। প্রায় চার দশকের বেশি সময় ধরে একজন মানুষ ভারতে রয়েছেন। তিনি ভোট দেন। তাঁদের সন্তান রয়েছে। ফতেমার তো পাকিস্তানে কেউ নেই, ফেরত পাঠালে তিনি যাবেন কোথায়?
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত