
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামীতে শেষ ওভারে জেতার জন্য চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ১৫ রান। যশ দয়ালের ওভারে ওই ১৫ রান তুলে ম্যচ জিততে পারেনি সিএসকে। যশ দয়াল উল্টে ধোনিকে এলবিডব্লিউ করে চেন্নাইয়র উপরে চাপ তৈরি করেন। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারলেন না সিএসকে-র ব্যাটাররা।
সেই যশ দয়াল এখন বলছেন, ধোনিকে আউট করার কোনও ইচ্ছাই তাঁর ছিল না। তিনি কেবল ঠিক জায়গায় বলটা ফেলতে চেয়েছিলেন। তিনি বলেন, ''গতবছরে ধোনির উইকেট এবং এবছরের ধোনির উইকটের মধ্যে পার্থক্য বিশেষ নেই। গতবছর ক্যাচ হয়েছিল, এবার ইয়র্কারে এলবিডব্লিউ। একটা বিষয় দু'বারই এক ছিল। আর তা হল আমি ঠিক জায়গায় বলটা ফেলতে চেয়েছিলাম। উইকেট নেওয়ার কোনও ইচ্ছাই আমার ছিল না। আমি সৌভাগ্যবান বলা যায় যে উইকেট পেয়ে গিয়েছি।''
এদিকে যশ দয়ালের বাবা চন্দ্রপল ছেলের আত্মবিশ্বাস বৃদ্ধির কারণ উল্লেখ করেছেন। রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কা আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে দিয়েছিল যশ দয়ালের। বিরাট কোহলি তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আর এতটাই আত্মবিশ্বাসী যশ দয়াল এখন যে চাপের ম্যাচে শেষ ওভার করার জন্য রজত পাতিদার বল তুলে দিচ্ছেন যশ দয়ালের হাতে। আর তিনি সাফল্যের সঙ্গে প্রতিপক্ষকে আটকে রাখছেন। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভার করেন যশ দয়াল। তিনি ধোনিকে ফেরান। জয়ের জন্য দরকারি ৯ রান করতে দেননি সিএসকে-কে।
যশ দয়ালের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে কোহলির ভূমিকা নিয়ে চন্দ্রপল দয়াল বলছেন, ''বিরাট কোহলি খুব সাহায্য করেছে যশকে। যশ আরসিবি-তে যোগ দেওয়ার পরে বিরাট প্রায়ই ওকে নিজের ঘরে ডাকত। কখনও নিজে যেত যশের ঘরে। ২০২৪ সালের ওই ওভার নিয়ে আলোচনা করত। বিরাট একটা কথাই বলেছিল, কঠিন পরিশ্রম করো। ঝড় তুলে দে, আমি তোর পাশে আছি। চিন্তার কারণ নেই, পরিশ্রম করে যেতে হবে। ভুল ভ্রান্তি হবেই, তবে শিখে আগে এগিয়ে যেতে হবে।''
এশিয়ান অ্যাথলেটিক্সে পদকের বন্যা ভারতের, সোনা জিতল মিক্সড রিলে দল, রুপো তেজস্বিনের
নিলামেই বোঝা গিয়েছিল তারকা হবেন, ২০ লাখের জিতেশের দাম ছুঁয়েছিল আকাশ, রেকর্ড গড়ে এসেছিলেন বেঙ্গালুরুতে
ডেল স্টেন হওয়ার স্বপ্ন দেখেন, তাঁর দেশের বোলারের হাতেই মার খেলেন রিপন, জানুন বাংলাদেশের তারকা সম্পর্কে
কলকাতা লিগের গ্রুপ পর্বেই ডার্বি, গ্রুপ বি-তে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব
'ওর দ্বারা এটা হবেই না...ধৈর্য এত কম', ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন দেশের তারকা ক্রিকেটার, কেন বললেন একথা?
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি
বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা
মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল
আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি
কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু
'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য