
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: আবার ফিরছে ‘রানি’! আর সঙ্গে থাকছেন সেই রোমাঞ্চ, প্যাশন আর খুনোখুনি-তে মোড়া ‘হাসিন দিলরুবা’র মশলাদার দুনিয়া। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী তাপসী পান্নুর পাশাপাশি এ সিরিজের গল্পকার তথা চিত্রনাট্যকার কনিকা ঢিলোঁ ইঙ্গিত দিয়েছিলেন যে আসছে তৃতীয় পর্ব। এবার মিলল পাকাপাকি খবর—লিখতে শুরু হয়ে গেছে ‘হাসিন দিলরুবা ৩’! খবর, তৃতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ জোরকদমে চলছে। ‘রানি’ আর ‘ঋষু’র প্রেম, প্রতারণা আর মৃত্যু ঘিরে যে দুনিয়া সাজানো হচ্ছে, তা আগের দু’টি সিজনের থেকেও বেশি উত্তেজক হবে।
সূত্রের খবর, নেটফ্লিক্সের অন্যতম সফল থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’। তাই এই সিরিজের তিন নম্বর সিজনের গল্পে মশলা, মজা আর টুইস্ট—সব কিছুই তিনগুণ বাড়ানো হচ্ছে।
তাপসী পান্নু নিজেও কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে ‘ফির অয়ি হাসিন দিলরুবা’-র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, “পাগলামিটা মিস করছি, পণ্ডিতজি! বলো দেখি?” আর তাতেই কানিকার ঝলমলে রিপ্লাই—“এইবারে পাগলামি তিনগুণ! 'পণ্ডিতজি' শুরু করে দিয়েছেন নতুন কিতাব!” এককথায় আরও মোচড়, আরও মশলা এবং রানি-কে নিয়ে প্রস্তুত হচ্ছে ‘হাসিন দিলরুবা ৩’ নিয়ে প্রস্তুতি কোমর বেঁধে শুরু করে দিয়েছে নেটফ্লিক্স। আর তার পরই তাপসীর প্রশ্ন: “রানির জীবনে এবার কী কী অপ্রত্যাশিত মোচড় চাইছেন আপনারা?”
প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’, এরপর ২০২৪-এ আসে সিকুয়েল ‘ ফির অয়ি হাসিন দিলরুবা’। দু’টি ছবিতেই তাপসী ছিলেন মুখ্য ভূমিকায়, সঙ্গে ছিল প্রথমে বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে। দ্বিতীয় ছবিতে যোগ দেন সানি কৌশল।
অন্যদিকে, তাপসীর পরবর্তী সিনেমা ‘গান্ধারী’। দেবাশীষ মাখিজা পরিচালিত এবং কানিকা ঢিলোঁ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে, চলতি বছরেই। ছবিতে ইশওয়াক সিং থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!