
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ কি তবে আসন্ন? সেনাপ্রধান ও নৌ-সেনা প্রধানের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বায়ু সেনা প্রধান প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। প্রায় ৪০ মিনিট তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানীতে। সীমান্তে যুদ্ধের আবহ। এই উত্তেজনার মাঝেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাযু সেনা প্রধানের সাক্ষাৎ তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
২২ এপ্রিল পহেলগাঁও-তে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ২৬শে এপ্রিল, প্রধানমন্ত্রী মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান দেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। দেড় ঘন্টার সেই বৈঠকে, প্রধানমন্ত্রী মোদি সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য "স্বাধীনতা" দিয়েছিলেন।
পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করার তীব্র সম্ভাবনার মধ্যেই, গত ৩০ এপ্রিল সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রধানমন্ত্রী মোদির বাসভাবন ৭ নম্বর লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালও।
গত ৪ মে সন্ধ্যা ছয়'টায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি এক ঘন্টা ধরে হয়েছিল। এরপর ৩ মে দুপুর ১২টায় বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংও প্রায় ৪০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড তাৎক্ষণিকভাবে তার সমস্ত কর্মচারীর ছুটি বাতিল করেছে। এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন দেশজুড়ে প্রতিরক্ষা প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী মোদি দৃঢ়ভাবে ঘোষমা করেছেন যে, তাঁর সরকার পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের এবং পৃথিবীর শেষ প্রান্তে থাকা তাদের সমর্থকদের খুঁজে বের করে শাস্তি দেবে। সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানের সঙ্গে ভারত ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে, সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়া-সহ একগুচ্ছ কঠোর পদক্ষেপ করেছে।
অন্যদিকে, ভারতের প্রতিশোধের ভয়ে পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপ করেছে এবং সিমলা চুক্তি স্থগিত করেছে।
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!