
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত আক্রমণ করলে, পাকিস্তান তার পূর্ণ শক্তি ব্যবহার করবে। যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রও। রাশিয়ার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মস্কোয় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামালি। ওই সাক্ষাৎকারে জামিলির দাবি, বেশ কয়েকটি নথি ফাঁস হয়েছে, সেগুলি থেকেই স্পষ্ট যে- ভারত পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালাবে। ফলে সংঘাত আসন্ন।
পাক রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামিলি বলেছেন যে, "ভারতীয় সংবাদ মাধ্যম এবং সেই দেশের দায়িত্বহীন মন্তব্য আমাদের এই পদক্ষেপ করতে বাধ্য করেছে। কিছু গোপন নথি অনুযায়ী, ভারত পাকিস্তানের কিছু এলাকায় আক্রমণ করার পরিকল্পনা করছে, এবং এ কারণেই আমাদের মনে হচ্ছে যুদ্ধ খুব শীঘ্রই হবে।"
জামিলি আরও বলেন, "ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে আমরা সংখ্যা বা সামরিক শক্তির তুলনা করে বিতর্কে জড়াতে চাই না। আমরা পূর্ণ শক্তি ব্যবহার করব, রীতিমতো পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতে বাধ্য হবো।"
গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-র বৈসরান উপত্যকায় পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদীরা পর্যটকদের উপর হামলা চালানোর পর থেকে ইসলামাবাদ, ভারতের প্রতিশোধের ভয়ে ভুগছে।
এর আগে, পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি প্রকাশ্যে ভারতকে পারমাণবিক প্রতিশোধের হুমকি দিয়েছিলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, "পাকিস্তানের অস্ত্রাগার - ঘোরি, শাহিন এবং গজনবী ক্ষেপণাস্ত্র-সহ ১৩০টি পারমাণবিক ক্ষেপনাস্ত্রে বলিয়ান। যেগুলি শুধুমাত্র ভারতের জন্য ও তাদের দিকেই তাক করা রয়েছে।" এছাড়াও আব্বাসি বলেছিলেন, "যদি ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানের প্রাপ্য জল সরবরাহ বন্ধ করার সাহস করে, তাহলে তাদের পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।"
বুধবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে, পাকিস্তানের আরেক মন্ত্রী আতাউল্লা তারার দাবি করেন যে, তাঁর দেশ বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে- যা ইঙ্গিত দেয় যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে।
পাক মন্ত্রী তারার, এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, যেকোনও আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে এবং এই অঞ্চলে যেকোনও গুরুতর পরিণতির জন্য ভারতকে দায়ী করা হবে।
সরকারি সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীকে পহেলগাঁও হামলার জবাব দেওয়ার জন্য "সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা" দেওয়ার পর পাক মন্ত্রী তারা এই মন্তব্য করেছেন।
এর আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছিলেন যে, "ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন। পাকিস্তান সতর্ক। তবে পাকিস্তানের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকরা হবে।"
ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে গত মাসে জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হন। ফলে দুই প্রতিবেশীর সম্পর্ক এখন তলানীতে। ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক কমিয়েছে,স্থগিত সিন্ধু জল চুক্তি। পাকিস্তানের পণ্য আমদানি, সড়ক ও আকাশ পথে চিছি, পারর্সেল চালাচালি বন্ধ, সীমান্ত পারাপার, এ দেশ থেকে পাক নাগরিকদেরদের বিতাড়ণের সিদ্ধান্ত নিয়েছে।
ভারত এবং নেপাল ছাড়াও এই দেশে হিন্দুদের বাড়বাড়ন্ত, নাম জানলে অবাক হবেন
ইন্টারনেটের অপেক্ষা চলছে যুগের পর যুগ, কোথায় রয়েছে এই গ্রাম
১০০ বছরের রহস্য! কমলা রঙের বিড়াল দেখলে কী করবেন
ভারতের 'জল বোমা'য় পাকিস্তান জুড়ে হাহাকার, নিষ্ক্রিয় করতে শরিফ সরকারের কাছে কাতর আবেদন পাক সেনেটরের
একই সময়ে দুই কয়েদির সঙ্গে সঙ্গম, এ ছাড়াও মাদক পাচার, অভিযুক্ত মহিলা জেল আধিকারিক
'ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলেই ২৫ শতাংশ শুল্ক আরোপ', অ্যাপল-কে মহা হুঁশিয়ারি ট্রাম্পের!
চাইলেই মিলবে অস্থায়ী স্ত্রী! বিয়ের আয়ু মাত্র ১৫ দিন, কোন দেশে আছে এমন 'আনন্দ বিবাহ' আয়োজন?
৫ হাজার বছর ধরে যত্ন করে রাখা ছিল, সামনে আসতেই কেলেঙ্কারি কান্ড, তারপর...
বেতন বছরে ৩০ কোটির বেশি, দুনিয়ায় সবচেয়ে সুখের চাকরি, তবুও কেউ করতে রাজি নয়! কেন?
লিঙ্কডইনে নতুন এআই ফিচার, চাকরির খোঁজ এবার আরও সহজে!
পোষ্য আরশোলাকে তুড়ি মেরে কেন তাড়িয়েছেন? মহিলার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন পর্যটক, দেখুন ভিডিও
চেয়েছিলেন পুত্রসন্তান, কিন্তু গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরেই স্ত্রীকে খুন করলেন যুবক! আমেরিকাতেও মধ্যযুগীয় বর্বরতা
শিশুর আঙুল চোষা ঠেকাতে কী ব্যবস্থা নেবেন, রইল কয়েকটি দরকারি টিপস
এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে ডাকা হত বাংলাদেশের কসাই নামে
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৫ জয় করল বাংলা ভাষায় অনূদিত প্রথম কন্নড় গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’
চ্যাটবটের 'জেলব্রেক' আতঙ্ক: মোবাইলেই বাসা বাঁধছে বিপজ্জনক জ্ঞান, এখনই সাবধান হন
শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে
৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক প্রতিবাদের ছাপ, প্যালেস্তাইন প্রসঙ্গে তীব্র সমালোচনা