রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

Pallabi Ghosh | ০৩ মে ২০২৫ ০২ : ৩৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ জেলা সফর শুরু হওয়ার আগে সামশেরগঞ্জ ব্লকের কয়েকটি গ্রাম এবং পুরসভা এলাকায় সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন জেলা এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। 

 

প্রসঙ্গত আগামী ৫ তারিখ ঝটিকা শহরে মুর্শিদাবাদ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৬ তারিখ সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার জন্য প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। ওই দিনই তাঁর সামশেরগঞ্জের সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার এবং দোকানদারের সঙ্গে দেখা করারও সম্ভাবনা রয়েছে। 

 

মুখ্যমন্ত্রী জেলায় আসার আগে শনিবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক সামশেরগঞ্জের ডিগ্রি, দাসপাড়া, পালপাড়া সহ আশেপাশের একাধিক এলাকায় পৌঁছে যান। সেখানে তাঁরা তালিকা ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পুলিশের পক্ষ থেকে তুলে দেন। 

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদেরকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ তারই অংশ হিসেবে বেশ কিছু পরিবারকে আমরা পুলিশের পক্ষ থেকে সাহায্য করলাম।'

 

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩০৬টি পরিবারকে হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, 'আগামী দিন আরও বেশ কিছু পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ,তার ফলে এই সংখ্যাটি বাড়বে।' একইসঙ্গে তিনি জানিয়েছেন, 'হিংসায় যে সমস্ত দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরকেও পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে।'

 

অন্যদিকে সামশেরগঞ্জের হিংসার ঘটনার সময় ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ ঘোষ এবং থানার তৎকালীন সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে দায়িত্বে থাকাকালীন অবস্থায় নিজেদের কর্তব্যে গাফিলতি এবং অশোভন আচরণের জন্য আজ সাসপেন্ড করেছেন পুলিশ সুপার অমিত কুমার সাউ। শিবপ্রসাদ ঘোষকে এর আগেই পুলিশ লাইনে 'ক্লোজ' করা হয়েছিল। 

 

প্রসঙ্গত, সামশেরগঞ্জ এবং সুতি থানা এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনা সময়মতো সামলাতে না পারার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের অপসারণ করে, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদেরকে দু'টি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের পদে বসানো হয়েছে। লাইনে 'ক্লোজ' থাকা অবস্থাতেই সামশেরগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। তার ভিত্তিতেই আজ থেকেই শিবপ্রসাদ ঘোষ এবং জালালউদ্দিন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে।


MurshidabadWB Police

নানান খবর

নানান খবর

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

সোশ্যাল মিডিয়া