সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

Sampurna Chakraborty | ০৩ মে ২০২৫ ২০ : ০১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রত্যেক মরশুমে খেলেছেন বিরাট কোহলি। টানা ১৮ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন। এবার স্মৃতির সরণি বেয়ে ফিরে গেলেন আইপিএলের অভিষেক বছরে। প্রথম নিলামে নিজের রাজ্য দিল্লি তাঁকে নেয়নি, তারকা ক্রিকেটারকে কেনে বেঙ্গালুরু। তখন উঠতি ক্রিকেটার। সবে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছেন। আইপিএলের নিলামের সময় মালয়েশিয়ায় ছিলেন বিরাট। ১৮ বছর পর সেই দিনের অভিজ্ঞতা তুলে ধরলেন। কোহলি বলেন, 'প্রথম বছর খুবই উত্তেজনাপূর্ণ ছিল। অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আমরা খুব বেশি টি-২০ ক্রিকেট খেলিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমাদের বিশ্বের বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ করে দেয়। যাদের আমরা আইডল ভেবে এসেছি। আইপিএলের প্রথম নিলামের সময় আমরা কুয়ালালামপুরে ছিলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে আমাদের কেনা হয়। আমাদের বেস প্রাইজ ২০ লক্ষ ছিল। আমরা করিডোরে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলাম। আমরা ২০ লক্ষ পেয়েছি ভেবে। সবাই উচ্ছ্বসিত ছিল। অনুভূতি দারুণ ছিল। কারণ আমাদের কী প্রত্যাশা করা উচিত জানতাম না। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে গ্রেট ক্রিকেটারদের সঙ্গে দেখা করার অনুভূতি, সবই আলাদা ছিল। স্বপ্নের মতো।' 

আইপিএলের বিবর্তনের কথা উল্লেখ করেন তারকা ক্রিকেটার। জানান, প্রতি বছর এগিয়ে গিয়েছে কোটিপতি লিগ। যা একসময় তিনি ভাবেননি। এই প্রসঙ্গে কোহলি বলেন, 'দীর্ঘ যাত্রা। আমরা এই লিগকে বেড়ে উঠতে, দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ হতে দেখেছি। সত্যি বলতে, যখন আইপিএল শুরু হয়েছিল, কখনও ভাবিনি লিগ এই পর্যায় পৌঁছবে। কিন্তু দেখতে দেখতে ১৮ বছর হয়ে গেল। প্রত্যেক বছর একইরকম উত্তেজনা অনুভব করি। সংগঠন থেকে শুরু করে দল, প্রতিযোগিতামূলক মনোভাব, পেশাদারিত্ব, সবকিছুই সেরা।' শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি আরসিবি। চেন্নাই-মুম্বইয়ের পর আইপিএলের মঞ্চে দ্বিতীয় স্থান পাবে এই দ্বৈরথ। 


Virat KohliRoyal Challengers BengaluruIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া