
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্ব ক্রিকেট কাঁপাচ্ছেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্স ম্যাচে দ্রুততম শতরানের পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শূন্যে ফেরেন। তাসত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় বিরাজ করছেন ১৪ বছরের বিস্ময় বালক। মাত্র ৩৫ বলে শতরান করেন। আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি। সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম। ২০১৩ আইপিএলে ৩০ বলে শতরান করেছিলেন ক্রিস গেইল। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টি-২০ ক্রিকেটে একশো করার নজির গড়েন। ছাপিয়ে যান ইউসুফ পাঠানকে। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন। গুজরাটের বিরুদ্ধে ইনিংসে ১১টি ছয় মারেন বৈভব। ভারতীয় ব্যাটার হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে ছুঁয়ে ফেলেন মুরলী বিজয়কে।
সূর্যবংশীর আবির্ভাব অনেককেই চমকে দিয়েছে। তাঁকে ঘিরে ইতিমধ্যেই স্বপ্নের জাল বোনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিহারের বালকের জন্য সতর্কবার্তা দিয়ে রাখলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, তাঁকে নিয়ে হঠকারিতা করা উচিত নয়। কপিল দেব বলেন, 'ওকে সময় দাও। একেবারেই তাড়াহুড়ো করা উচিত নয়। ও প্রতিভাবান। ক্ষমতা আছে। তবে প্লেয়ারদের সময় দেওয়া উচিত।' লখনউয়ে সাংবাদিকদের উদ্দেশে এমন বার্তা দেন কপিল। শতরানের পরের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ২ বল ক্রিজে টেকেন সূর্যবংশী। তিনি আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন আপ। ১১৭ রানে অলআউট হয়ে যায়। শেষ হয়ে যায় প্লে অফে যাওয়ার সম্ভাবনা।