
শুক্রবার ০২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চার ম্যাচে বাকি থাকতেই আইপিএল থেকে কার্যত বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। তারপর থেকে এমএস ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে জলঘোলা শুরু হয়েছে। এবার কোটিপতি লিগের অন্যতম সেরা অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শন পোলক। ধোনিকে পরের আইপিএলে দেখছেন না দক্ষিণ আফ্রিকা এবং মুম্বইয়ের প্রাক্তন তারকা। স্পষ্ট জানান, প্রায় ৪৫ বছর বয়সে তাঁকে আইপিএল খেলতে দেখলে অবাকই হবেন। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ হেরে আইপিএল থেকে ছিটকে যায় চেন্নাই। তারপরই ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টসের সময় এই নিয়ে সরাসরি কোনও কথা বলতে চাননি ধোনি। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে পোলক বলেন, 'ওর আর কিছু পাওয়ার নেই, তাই না? ও অনেক কিছু জিতেছে। এবার ও নিজে কী চায় তার ওপর নির্ভর করছে। চেন্নাইয়ে ওর সাফল্য এবং প্রভাবের জন্য ওকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি বদলাবে? মালিকরা কি ওর সঙ্গে কথা বলবে? আমরা সেটা জানি না। আমরা অনেক দিন ধরেই এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করছি। কিন্তু একই জায়গায় আটকে আছি। ও পরের আইপিএলেও থাকলে আমি খুবই অবাক হব।'
বুধবার ঘরের মাঠে পাঞ্জাবের কাছে ৪ উইকেটে হারার পর মাঠেই চেন্নাইয়ের সিইও কাশি বিশ্বনাথের সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে। এই চিত্র জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে মনে করছে, এটাই ক্যাপ্টেন কুলের শেষ আইপিএল। গত আইপিএলের পর থেকেই ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু আইপিএল আনক্যাপড প্লেয়ারদের নিয়ম চালু করায়, অনেক অল্প টাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত তারকাকে রাখতে পেরেছে চেন্নাই। ২০১৯ বিশ্বকাপে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেন ধোনি। আনক্যাপড প্লেয়ারের নিয়ম অনুযায়ী তাঁকে ৪ কোটিতে রিটেন করা হয়। বর্তমানে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দলে এবার অনেক নতুন প্লেয়ার নেওয়া হয়েছে। তাই এবার চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ প্রশ্নের মুখে। ভারতের অন্যতম সেরা অধিনায়ক তাঁদের ভবিষ্যতের পরিকল্পনার অঙ্গ কিনা সেটা সময়ই বলবে।
জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?
দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প
ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের
ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের
আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই
আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট
আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়
'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের
এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?
ঝোড়ো শতরানের পর ভাইরাল বৈভবের আট বছর আগের ছবি, ইডেনে কার খেলা দেখতে এসেছিলেন জানেন?
‘ভয় আমার মধ্যে নেই, গত তিন মাসের অনুশীলনের ফল এটা’, দুরন্ত শতরান হাঁকিয়েও নিরুত্তাপ বৈভব
আসতে চলেছে বিরাট বদল, আরও বেশি সময় ধরে এবার চলবে আইপিএল, জানেন কী পরিবর্তন আসছে?
রোহিত, কোহলি নন: ভারতীয় দলে সবথেকে বেশি পোশাকের সংগ্রহ রয়েছে এই ক্রিকেটারের, রহস্য ফাঁস করলেন রায়ড়ু
‘প্রচণ্ড মিষ্টি’, পাঞ্জাব অধিনায়কের প্রশংসায় মুখর প্রীতি জিন্টা, শ্রেয়সকে নিয়ে কী বললেন তিনি?
একে তো ফর্ম নেই, চলছে তুমুল সমালোচনা, তার মধ্যেই বিরাট শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ
বিরাট কোহলি, ক্রুনাল পান্ডেয়া নয়, আরসিবি দুর্দান্ত ফর্মে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে, অজানা রহস্য ফাঁস করলেন মঞ্জরেকর