মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ এপ্রিল ২০২৫ ০০ : ৫৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গেল কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশন। পশ্চিমবঙ্গ সরকার এবং আইএফএর যৌথ উদ্যোগে সূচনা হল কলকাতা মহিলা ফুটবল লিগের। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এবং মৈত্রী সংসদ। ৮-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় লাল হলুদ। ছেলেরা ব্যর্থ হলেও, মশাল এগিয়ে নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর কন্যাশ্রী কাপের অভিষেক ম্যাচেও বিরাট জয়। মোট ১৪ দলের টুর্নামেন্ট। প্রাথমিকভাবে ১৬ দল থাকলেও, দুটো দল নাম প্রত্যাহার করে নেয়। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, দুই সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস সহ আইএফএর অন্যান্য কর্তারা।
মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সবরকম সাহায্য করতে তৈরি রাজ্য সরকার। কন্যাশ্রী কাপের প্রতি ম্যাচে স্পটার রাখার আর্জি জানান ক্রীড়ামন্ত্রী। প্রত্যেক পজিশন থেকে চার জনকে বেছে নিয়ে মোট ৪৪ জনের একটি দল করতে চান। যাদের কোনও ভাল কোচের অধীনে রেখে সারা বছর প্রশিক্ষণ দেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'বেশ কয়েক বছর ধরে কন্যাশ্রী কাপ ভাল করে হচ্ছে। প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা আমাদের প্রয়াস। ফুটবলের উন্নতি করতে হলে আমাদের স্পটার রাখতে হবে। ঠিকঠাক ফুটবলার চয়ন করতে হবে। প্রত্যেক পজিশনে চারজন করে বেছে নিতে হবে। মোট ৪৪জন প্লেয়ার বেছে নিয়ে ভাল কোচের অধীনে তাঁদের নিয়ে কোচিং ক্যাম্প করতে হবে। যাতে সারা বছর মেয়েদের ফুটবলমুখী করে রাখা যায়। তাহলে বাংলাও একদিন চ্যাম্পিয়ন হবে।' আগের বছরও ক্রীড়ামন্ত্রীকে প্রতিভাবান প্লেয়ারদের তালিকা দিয়েছিল আইএফএ। কিন্তু অরূপ বিশ্বাস জানান, সেই তালিকায় কোনও হোমওয়ার্ক ছিল না। তাই এবার এই বিষয়ে আরও সক্রিয় আইএফএ সচিব। অনির্বাণ দত্ত জানান, প্রত্যেক ম্যাচে স্পটার থাকবে। ম্যাচের পরই প্রতিভাবান ফুটবলারদের তালিকা ক্রীড়ামন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হবে। কন্যাশ্রী কাপের উদ্বোধনী ম্যাচ ছিল দুপুর তিনটেয়। বেশিরভাগ ম্যাচই দুপুরে রাখা হয়েছে। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে খেলা সকালে রাখার অনুরোধ জানান ক্রীড়ামন্ত্রী।
মেয়েদের ফুটবলে ইস্টবেঙ্গলের পাশাপাশি সফল শ্রীভূমি ফুটবল ক্লাবও। ইন্ডিয়ান উইমেন্স লিগে তৃতীয় হয় শ্রীভূমির মেয়েরা। অতীতে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়নও হয়েছে। রিম্পা হালদার, মৌসুমী মুর্মুরা উঠে এসেছে, যারা জাতীয় শিবিরেও সুযোগ পেয়েছে। মেয়েদের ফুটবলে আরও সাফল্যের বিষয়ে আশাবাদী দমকল মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি জানালেন, মেয়েদের হকিতেও ফোকাস করছে রাজ্য সরকার। সুজিত বসু বলেন, 'মেয়েরা ভাল খেলছে। বাংলার মেয়েদের দিকে সবাই তাকিয়ে আছে। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে মেয়েদের ফুটবল। এবার মেয়েদের হকিও শুরু হবে। সল্টলেক এবং ডুমুরজলাতে অ্যাস্ট্রোটার্ফ হচ্ছে। শীঘ্রই উদ্বোধন হবে।' কন্যাশ্রী কাপের মঞ্চে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মহিলাদের সম্মানিত করা হয়। এই তালিকায় ছিলেন স্পেশাল এডুকেটর এবং টেগোর ফাউন্ডেশনের কর্ণধার শ্রাবণী ব্যানার্জি, টাটা মেডিক্যাল সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট পেডিয়াট্রিক অনকোলজিস্ট ড. অর্পিতা ভট্টাচার্য এবং আরামবাগ ফুড মার্ট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিয়াস রায়। কিক অফ করে কন্যাশ্রী কাপের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিল আতশবাজি প্রদর্শনী এবং স্মোকবোম্ব।
নানান খবর

নানান খবর

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

ঝড়-বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্ট করে পেল দুই দল

পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় ঝড়ের সঙ্গী বৃষ্টি, ইডেনে বন্ধ খেলা

ইডেনে প্রিয়াংশ-প্রভসিমরন ঝড়, নাইটদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল পাঞ্জাব

১৪ বছরের বৈভবের জন্য শাস্ত্রীয় বচন! মেনে চললে উন্নতি হবেই

'তুই আমার মতো খেলতে পারবি না', রোহিতের মুখে আচমকাই এমন কথা কেন?