
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার, উপত্যকায় নিশ্চিতে ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকেরা। আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু। কিন্তু পরিস্থিতি বদলে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। আর্তনাদ, হাহাকার, রক্ত উপত্যকার বুকে। পহেলগাঁও হামলায় সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এখনও প্রাণ গিয়েছে ২৬ জনের। রাজনীতি, দেশের প্রায় সব স্তরে আতঙ্ক, আশঙ্কা, চর্চা। দেশবাসীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী।
এর মাঝেই সামনে এসেছে অসমের এক অধ্যাপকের বক্তব্য। তা শুনেও রীতিমতো চমকে উঠছেন সাধারণ মানুষ। কী বলছেন তিনি? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, ঠিক কোন কারণে তাঁর পাশের জনকে জঙ্গিরা গুলি করে খুন করলেও, ছেড়ে দিয়েছিল তাঁকে।
কী জানাচ্ছেন অধ্যাপক? তিনি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ সংস্থায়। মঙ্গলবার ঘটনার সময় তিনি জিরিয়ে নিচ্ছিলেন গাছের তলায় শুয়ে। সঙ্গে পরিবার। আচমকা শুনতে পান, আশেপাশের অনেকেই কলমা পাঠ করছেন। তিনি যেহেতু জানতেন, তিনিও তাই কলমা পাঠ শুরু করেন। তাঁর পাশেই শুয়ে থাকা এক ব্যক্তিকে জঙ্গিরা মাথায় গুলি করে খুন করার পর জঙ্গিরা তাঁকে জিজ্ঞাসাও করে ‘কী করছেন?’। তিনি জোরে জোরে কলমা পড়তে থাকায় তারা অন্যত্র চলে যায় বলে জানিয়েছেন ওই অধ্যাপক।
পরে তিনি সেখান থেকে উঠে গিয়ে, প্রায় দু’ ঘণ্টা ঘোড়ার ক্ষুর অনুসরণ করে হাঁটতে থাকেন। তিনি যে বেঁচে আসছেন, এখনও নিজেই বিশ্বাস করতে পারছেন না তা।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন শোকগ্রস্ত পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন অমিত শাহ। বুধবার কড়া বার্তা দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রীও। বুধবার সন্ধেয় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী, সূত্রের খবর তেমনটাই।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও