মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বৈসরণের বদলে ডাললেকে ঘুরতে গিয়ে প্রাণে বাঁচলেন সঙ্গীত শিল্পী সৌরভ, রক্ষা পেলেন আরও ২৫ পর্যটক

Pallabi Ghosh | ২৩ এপ্রিল ২০২৫ ২৩ : ১২Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: মঙ্গলবার সকলেই পৌঁছেছিলেন পহেলগাঁও। জঙ্গি হানার সময় সেখানে থেকেও বরাত জোরে রক্ষা পেয়েছেন। আপাতত হোটেল বন্দি সঙ্গীত শিল্পী সৌরভ সরকার। একইভাবে, কাশ্মীরে পৌঁছনোর আগেই জঙ্গি হামলা। 'মিনি সুইজারল্যান্ড' আর দেখা হলো না। সামান্য দেরিই বাঁচিয়ে দিয়েছে হুগলির ২৫ পর্যটককে। 

২০০৭ সালের সারেগামাপা-এর চ্যাম্পিয়ন কোন্নগরের বাসিন্দা সৌরভ সরকার। সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে গিয়েছিলেন এক ট্যুর সংস্থার সঙ্গে। মঙ্গলবার পহেলগাঁওতেই ছিলেন। ওইদিন 'মিনি সুইজারল্যান্ডে' ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন তিনি ডাললেকে চলে গিয়েছিলেন। 

ডাললেকে শিকারায় বসে সৌরভ খবর পান, জঙ্গিরা গুলি চালিয়েছে। অনেক পর্যটকের মৃত্যু হয়েছে। এরপর সেখান থেকে ফিরে ঘরবন্দি রয়েছেন শিল্পী। এদিকে কোন্নগরের বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা সুপর্ণা সরকার। মায়ের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয়েছে ছেলের। সুপর্ণা জানিয়েছেন, বিয়ের পর এই প্রথম কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ছেলে-বৌমা। আগামিকাল ট্রেন ধরে বাড়ি ফেরার কথা রয়েছে তাঁদের। যতক্ষণ না ফিরছেন, তাঁর উৎকন্ঠা কাটছে না। 

এদিকে চলতি মাসের ১৬ তারিখ হুগলি থেকে ২৫ জনের একটি পর্যটকদের দল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। আগামী ২৮ এপ্রিল তাঁদের ফেরার কথা ছিল। মঙ্গলবার জঙ্গি হামলার ঘটনার পর থেকে তাঁরা পহেলগাঁওয়ে হোটেল বন্দি রয়েছেন। বেরোতে দেওয়া হচ্ছে না কাউকে।পহেলগাঁওয়ে রাস্তাঘাট থমথমে। সমস্ত দোকানপাঠ বন্ধ। কোনও যানবাহন চলছে না। ভারতীয় সেনা রাস্তায় টহল দিচ্ছেন। 

চুঁচুড়ার একটি পর্যটন সংস্থার তরফে নিয়ে যাওয়া হয়েছিল পর্যটকদের। হুগলির চুঁচুড়া, পাণ্ডুয়া, সিমলাগর সহ বিভিন্ন জায়গায় থেকে পর্যটকরা ওই দলে রয়েছেন। ঘটনার দিন দুপুরে শ্রীনগর থেকে পহেলগাঁও পৌঁছে এই পরিস্থিতিতে মধ্যে পড়ে ২৫ জনের গোটা দল। দুশ্চিন্তায় ঘুম উড়েছে সকলের। গোটা এলাকা জনশূন্য। যানবাহন দূরস্থান, সেনাবাহিনী ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। 

পর্যটক জয়ন্ত সমাদ্দার জানিয়েছেন, ঘটনার দিনই তাঁদের বৈসরণ ভ্যালিতে যাওয়ার কথা ছিল। একটু দেরি হয়েছে। তার আগেই জঙ্গি হামলার ঘটনা ঘটে গেছে। তাই তাঁরা আর সেখানে যেতে পারেননি।


Srinagar Pahalgam Attack

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া