সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Shantiniketan: বৈতালিক, বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শুরু হল পৌষমেলা

Pallabi Ghosh | ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৫৫Pallabi Ghosh


চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বোলপুর: শুরু হল ১৮০ তম পৌষ উৎসব ও পৌষমেলা৷ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শান্তিনিকেতনি ঘরানায় বিশ্বভারতীর আঙ্গিকেই পৌষমেলা রাখতে হবে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করে টেলিফোনে তিনি উদ্বোধনী ভাষণ দেন। বিশ্বভারতীর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য সরকার এই পৌষমেলা করার উদ্যোগ নিয়েছে। বিশ্বভারতী যেভাবে সহযোগিতা করেছে সেজন্য তিনি বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্বাগত জানান। পাশাপাশি জেলা প্রশাসনকেও অভিনন্দন জানান এত সুন্দর পোস্টম্যানের আয়োজন করার জন্য। সকাল থেকে বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিশ্বভারতীতে শুরু হল পৌষ উৎসব। ২০১৯ সালের পর ফের পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষমেলা। যদিও, এই মেলার আয়োজক রাজ্য সরকার, বিশ্বভারতী নয়৷
৭ পৌষ ব্রহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর৷ সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর পৌষ উৎসব হয়। প্রথা অনুযায়ী এবারও শুরু হল ১৮০ তম পৌষ উৎসব। সকাল থেকে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, ছাতিম তলায় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু পৌষ উৎসব। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক সহ আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনীরা। ৩ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশের মধ্যদিয়ে চলবে পৌষ উৎসব। মেলা চলবে ৫ দিন।
অন্যদিকে, পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষমেলা। ২০১৯ সালে এই মাঠে শেষবার হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা। যদিও এবার পৌষমেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট করছে না৷ পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে রাজ্য সরকার মেলা করছে৷ সেই মেলার সূচনা হল এদিন৷ ৫ দিন ধরে চলবে এই মেলা৷
ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, "এই পৌষমেলার একটি বিশেষ ঐতিহ্য আছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ, তাঁর গানকে স্মরণ করি৷ অমর্ত্য সেন আমাদের শ্রদ্ধার মানুষ। তিনি ভারতে থাকলে হয় তো আসতেন। দুবার বিতর্কের জন্য পৌষমেলা হয়নি৷ এবার ধন্যবাদ জানাই জেলার সকল আধিকারিক, বিশ্বভারতীকে মেলার আয়োজন করায়৷ বিশ্বভারতীর সবাইকে নিয়ে চলত বলবে৷ পড়ুয়া, সম্মানীয় ব্যাক্তি, আশ্রমিকদের সম্মান করে, তাঁদের নিয়ে চলতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ, বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন দুই সাংসদ অসিত মাল এবং সামিরুল ইসলাম। বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক সুনীতি পাঠক এবং কল্পিকা মুখোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে বাউল মঞ্চের উদ্বোধন করেন। সুপ্রিয় ঠাকুর, সবুজ কলি সেনের কন্ঠে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে সূচিত হয় পৌষ মেলার।




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া