
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ির আমন্ত্রণ রক্ষাই কাল হল বছর চল্লিশের শাকিরের! দিন কয়েক পর বাড়ি ফিরে তাজ্জব শাকির। দেখেন বাড়ি তালাবন্ধ। তাঁর স্ত্রী, চার সন্তান কেউ-ই নেই। এমনকি সব মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে গিয়েছেন তাঁরা। দিশাহার শাকির এরপর বেশ কয়েকদিন স্ত্রী ও সন্তানদের খোঁজে নানা জায়গায় খোঁজখবর করেন। কিন্তু লাভ হয়নি। শেষমেষ স্থানীয় থানায় স্ত্রী ও চার নিখোঁজ সন্তানদের হদিশ পেতে নিখোঁজ ডায়েরি করেন।
শাকির পুলিশের কাছে অভিযোগপত্রে জানান, গত ১৫ এপ্রিল থেকে তাঁদের চার সন্তান-সহ স্ত্রী নিখোঁজ। রোরাওয়ারের এসএইচও শিব শঙ্কর গুপ্ত নিশ্চিত করেছেন যে, শাকির ১৮ এপ্রিল নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ করেছেন যে তার স্ত্রী, সন্তানরা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। অভিযোগের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "শাকির একটি পারিবারিক বিয়েতে বাইরে গিয়েছিলেন। ১৫ এপ্রিল ফিরে এসে দেখেন যে তাঁর ঘর তালাবদ্ধ এবং তাঁর স্ত্রী এবং চার সন্তান নেই। প্রতিবেশীরা তাঁকে জানিয়েচিল যে, তাঁর স্ত্রী তাঁদের সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে গিয়েছেন এবং কেউ হস্তক্ষেপ করার আগেই এই কাজ হয়েছে।"
পুলিশে অভিযোগ দায়েরের পর পরই এই ঘটনায় নয়া মোড় আসে। শাকিরকে তাঁর আত্মীয় হোয়াটসঅ্যাপে শেয়ার করা একটি ভিডিওতে স্ত্রী আঞ্জুমের খোঁজ দেয়। সেই ভিডিওতে অনজুমকে তাজমহলে একজন ব্যক্তির সঙ্গে ঘুরে বেরাতে দেখা যাচ্ছে!
শাকির অবশ্য ওই লোকটিকে চিনতে পেরেছিলেন। আঞ্জুমের সঙ্গে থাকা লোকটির কাছেই শাকির করতেন।
এসএইচও শিব শঙ্কর গুপ্ত বলেন, "মনে হচ্ছে আঞ্জুম এবং লোকটির মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং শাকিরের অনুপস্থিতিতে তাঁরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।"
জেলা পুলিশের তরফে আগ্রা পুলিশকে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও