
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাকি মাত্র আর একটা। সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে প্রতিকূলতার সঙ্গে সাঁতার কেটে চলেছে পূর্ব বর্ধমানের কালনার জলকন্যা সায়নী দাস। শুক্রবার জিব্রাল্টার প্রণালী জয় করে এশিয়ার মধ্য প্রথম ষষ্ঠসিন্ধু অতিক্রম করল সে। জয়ের মুকুটে আরও একটি পালক জুড়ল কালনার বাসিন্দা সায়নীর।
ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে জলে নেমেছিল কালনার জলকন্যা। এবারে স্পেনের জিব্রাল্টার প্রণালী সাঁতরে পেরিয়ে মরক্কোয় যাত্রা শেষ করে সে। শুক্রবার স্পেনের সময় বেলা পৌনে দুটোয় আর ভারতীয় সময় পৌনে পাঁচটায় যাত্রা শুরু করে সে এবং ৩ ঘণ্টা ৫১ মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছায়।
এই চ্যানেলের দূরত্ব ১৪.২ কিমি। ভূমধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগর মিশেছে এখানে। কালনা শহরের বারুইপাড়ার সায়নী অভিজ্ঞতা থেকে জানায়, 'জল অত্যন্ত ঠাণ্ডা। সেইসঙ্গে ভয়ঙ্কর স্রোত। এছাড়া হাঙরের হামলার আশঙ্কা প্রবল। দিনে তিনশোর মতো জাহাজ চলাচল করে। তাই একটু চাপও ছিল এই চ্যানেল পার করা।'
সহজে এই জয় আসেনি। পিছনে রয়েছে কয়েক মাসের কঠোর অনুশীলন। আবহাওয়ার সঙ্গে সড়গড় হতে তারিফা নামক একটি জায়গায় বাবা তথা প্রশিক্ষক রাধেশ্যাম দাসের তত্ত্বাবধানে সমুদ্রে রোজ দু' বেলা চুটিয়ে অনুশীলন করে সায়নী।
জিব্রাল্টার প্রণালী জয়ের প্রস্তুতি হিসেবে কালনার ভাগীরথীতে কয়েক মাস ধরে সাঁতার কাটা চলে। সাঁতারে বরাবরই তাঁকে প্রশিক্ষণ দিয়েছেন বাবা রাধেশ্যাম দাস। জানা গিয়েছে, সায়নীই এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যে ষষ্ঠ সিন্ধু জয় করেছে।
এই জয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ চ্যানেল, ক্যাটেলিনা, মলোকাই চ্যানেল, নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের পর সায়নীর মুকুটে যুক্ত হল আরও এক পালক। কিছুদিন আগেই কেন্দ্রের তেনজিং নোরগে পুরস্কার পেয়েছে কালনার জলকন্যা। ভাগীরথীর ঘোলা জলে সাঁতার থেকে উঠে এসে সায়নীর এই বিশ্ব পরিক্রমা অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক দৃষ্টান্ত।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী