সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | ঘরের মাঠে হারের হ্যাটট্রিক কোহলিদের, জোড়া জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পাঞ্জাব

Sampurna Chakraborty | ১৯ এপ্রিল ২০২৫ ০৫ : ৫৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে পরপর তিন ম্যাচে হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।‌ এখনও চিন্নস্বামীতে খাতা খুলতে ব্যর্থ বিরাট কোহলিরা। বৃষ্টিভেজা ম্যাচে ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতল পাঞ্জাব কিংস। এক ওভারে জোড়া উইকেট নিয়ে আরসিবিকে ম্যাচে ফেরান জস হ্যাজেলউড। সংশ্লিষ্ট ওভারে মাত্র ৩ রান দিয়ে ফেরান শ্রেয়স আইয়ার এবং জস ইংলিসকে। কিন্তু দলকে বৈতরণী পার করান নেহাল ওয়াধেরা। সুয়শ শর্মার ওভারে একটি চার এবং ছক্কা হাঁকিয়ে পাঞ্জাবকে ম্যাচে ফেরান। ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন নেহাল। সংক্ষিপ্ত বিধ্বংসী ইনিংসে ছিল ৩টি ছয় এবং চার। শেষ বলে ছয় মেরে দলকে জেতান মার্কাস স্টোইনিস। তবে জয়ের আসল কারিগর নেহাল। এদিন দু'দলেরই মুম্বইয়ের দুই প্রাক্তন তারকা টিম ডেভিড এবং নেহাল ওয়াদেরার দিন ছিল। প্রথমে ব্যাট করে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে বেঙ্গালুরু। জবাবে ১২.১ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় পাঞ্জাব। কেকেআরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আরসিবিকেও হারাল রিকি পন্টিংয়ের দল। জোড়া জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব কিংস। ৭ ম্যাচে ১০ পয়েন্ট শ্রেয়স আইয়ারদের। হ্যাজেলউডের তিন উইকেট বিফলে। পাঞ্জাবের টপ অর্ডার ব্যর্থ হলেও, কম রান তাড়া করে জিততে সমস্যা হয়নি। 

বৃষ্টিভেজা মাঠে টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান শ্রেয়স আইয়ার। ভেজা মাঠের জন্য খেলা দেরীতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ১৪ করা হয়। দীর্ঘক্ষণ পিচ ঢাকা থাকায় উইকেট স্যাঁতস্যাঁতে ছিল। শুরুতেই ধস নামে বেঙ্গালুরুর ইনিংসে। ১৫ রান করলেই নতুন রেকর্ডের মালিক হতেন বিরাট কোহলি। রোহিত শর্মাকে পেরিয়ে যেতে প্রয়োজন ছিল মাত্র দুটি ছক্কার। কিন্তু মাত্র এক রানে আউট হন কোহলি। অর্শদীপের বলে জ্যানসেনের হাতে ক্যাচ দেন। রান পাননি ফিল সল্টও। ৪ রানে ফেরেন। টপ অর্ডার দাড়াতেই পারেনি। রজত পাটিদার কিছুটা চেষ্টা করলেও, ২৩ রানে আউট হন আরসিবির অধিনায়ক। ৪২ রানে ৭ উইকেট হারায় বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সর্বনিম্ন রান হতে পারত কোহলিদের। কিন্তু সেই লজ্জার হাত থেকে বাঁচান‌ টিম ডেভিড। সাত নম্বরে নেমে ২৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকা। ইনিংসে ছিল ৩টি ছয়, ৫টি চার। একমাত্র ডেভিড এবং পাটিদার ছাড়া কেউ দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। জোড়া উইকেট নেন অর্শদীপ সিং, মার্কো জ্যানসেন, যুজব্রেন্দ্র চাহাল এবং হরপ্রীত ব্রার।


RCB vs PBKSVirat KohliShreyas IyerIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া