সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Shantiniketan: আগামিকাল পৌষমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৩ ২১ : ০৯Pallabi Ghosh


চন্দ্রনাথ ব্যানার্জি, বোলপুর: শান্তিনিকেতনে এবার পৌষমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৭ পৌষ সকাল ১১ টায় পূর্বপল্লী মেলার মাঠে বাউল মঞ্চেই আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সশরীরে হাজির না থাকলেও তিনি টেলিফোনে উদ্বোধনী ভাষণ দেবেন। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করবেন বিশিষ্ট ভাষাবিদ সুনীতি পাঠক। থাকবেন কল্পিকা মুখোপাধ্যায়। সুপ্রিয় ঠাকুর, সবুজ কলি সেন, অধ্যাপক স্বপন দত্তদের মতো আশ্রমিক শিক্ষাবিদদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে পৌষমালার সূচনা হবে। শান্তিনিকেতনে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বসছে শুনে খুশি বিশ্বভারতীর আর এক প্রাক্তনী নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। টেলিফোনে আজকাল-কে জানিয়েছেন, তিনি শুধু খুশিই নন, এইরকম একটা ভাল উদ্যোগ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।রাজ্যসরকার তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন এই খবরটাও তিনি পেয়েছেন। বিদেশে থাকার জন্য কিন্তু তিনি থাকতে পারছেন না।
এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পাঁচদিনের এই মেলা পূর্বপল্লী মাঠে হওয়ার পেছনে মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগ রয়েছে। কারণ তিনি বিশ্বভারতী পৌষমেলা করবে না জানার পরেই জেলা প্রশাসনকে পৌষমেলা করার নির্দেশ দেন এবং তা পূর্বপল্লীর মাঠে হলে আরও ভাল হবে এমন ইঙ্গিত দিয়েছিলেন। তারপর থেকেই জেলা প্রশাসন কোমর বেঁধে নেমে পড়ে। সঙ্গে বিশ্বভারতীর আধিকারিকেরাও বাড়িয়ে দেন সহযোগিতার হাত। ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক বিশ্বভারতীর পক্ষে যতটা সম্ভব মেলায় অংশ নেওয়ার সেই ভাবেই তাঁরা এগিয়ে এসেছেন। এমনটাই দাবি বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়ের।
আগামিকাল উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলার বিধায়কেরা। প্রস্তুতি প্রায় শেষ। দূর দূরান্ত থেকে আসছেন ব্যাবসায়ীরা। প্রায় ১৬০০ স্টল রয়েছে। নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টলের পাশাপাশি রয়েছে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের মত বিভিন্ন দপ্তরের স্টল।কলা ভবনের প্রদর্শনী, রবীন্দ্রভবনের প্রদর্শনীও থাকবে। স্বাভাবিকভাবেই অনেকটাই বিশ্বভারতীর আঙ্গিকেই পৌষমেলা দেখা যাবে বলে জেলা প্রশাসনের দাবি। এমনকী বিশ্বভারতীর যে রং ব্যাবহার করে সেই রংয়ের কাপড় ব্যবহার করা হয়েছে মণ্ডপে।বিশ্বভারতীর আঙ্গিক যাতে কোনওভাবেই নষ্ট না হয় সেদিকে সবসময় সজাগ জেলা প্রশাসন। পৌষ উৎসবের যে অনুষ্ঠান বিশ্বভারতী পরিচালনা করছে সেগুলোর সাথে কোনওভাবে পৌষমেলার অনুষ্ঠানের সংঘাত না হয় সেটাও করা হচ্ছে পুরনো মেলার মতোই। পৌষকালে এবার হস্তশিল্পীদের জন্য থাকছে বিশেষ প্যাভিলিয়ন। যেখানে দুস্থ হস্তশিল্পীরা বিনা পয়সায় জায়গা পাবেন। এবং সেখানে বসে তাঁরা নিজেদের হাতের কাজ বানাবেন এবং বিক্রি করবেন।সে ব্যবস্থা মেলা কমিটির পক্ষ থেকে করা হয়েছে বলে মেলার আহ্বায়ক বোলপুরের এস ডি এ অয়ন নাথ জানিয়েছেন। জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৬০০ র বেশি পুলিশ মতায়ন করা হচ্ছে। বিশেষ করে মেলার মধ্যে থাকছে ওয়াচ টাওয়ার। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। সাদা পোশাকেও পুলিশ থাকছে। যাতে পকেটমারি, ছিনতাইবাজদের জব্দ করা যায়। এর পাশাপাশি আজ বিকেলে পৌষমেলার রুট ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে দূরদূরান্ত থেকে যাঁরা আসবেন তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়। ওই ম্যাপ দেখে তাঁরা পৌঁছে যাবেন মেলার মাঠে এবং মেলায় কোথায় কী রয়েছে সেটাও এই ম্যাপের মধ্যে রয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আনুষ্ঠানিকভাবে পুলিশের এই রুট ম্যাপ আজ প্রকাশ করেন। ছিলেন জেলাশাসক বিধানচন্দ্র রায় জেলা পুলিশ সুপার রাজ নারায়ন মুখোপাধ্যায়, জেলা সভাধিপতি কাজল শেখ প্রমুখ।




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া