বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

Kaushik Roy | ১৮ এপ্রিল ২০২৫ ০১ : ০৫Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা শুক্রবার ঘুরে দেখলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। তাঁর সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। 

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ত্রাণ শিবিরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক বলেন, 'মানুষ নিজের জীবন আবার গড়বে এবং সুস্থভাবে থাকবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় সাহায্য করা হচ্ছে। গত পাঁচদিন ধরে ত্রাণ দেওয়া হচ্ছে।'

তিনি আরও জানান, 'সামশেরগঞ্জের বেদবোনা, পালপাড়া, সাহাপাড়া, জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং ধুলিয়ান পুরসভার ঘোষপাড়া সংলগ্ন এলাকার পরিস্থিতি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে। '

জেলাশাসক আরও জানান, 'যে সমস্ত মানুষ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন তাদের একটা বড় অংশ ফিরে এসেছেন। কিছু এলাকায় সাধারণ মানুষের ঘর সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে বাড়িঘর ঠিক করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। বহু বাড়িতে আলো, পাখা এবং জ্বালানি পর্যন্ত নেই।'

জেলাশাসক জানিয়েছেন, বাড়িঘর মেরামত করার জন্য যে সমস্ত ইমারতি দ্রব্য দরকার জেলা প্রশাসন যেমন যেমন সেগুলো জোগাড় করতে পাচ্ছে তা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। 

অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় আজ জানিয়েছেন, জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে তাতে মোট ১২২ টি মামলা রুজু করা হয়েছে এবং এখনো পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

পুলিশ সুপার জানিয়েছেন, 'গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৭৩ জনই জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। বাকি একজন ভিনরাজ্যের বাসিন্দা।'

অন্যদিকে জঙ্গিপুরের ঘটনায় তদন্ত চলাকালীন সুতি থানার অন্তর্গত নিমতিতা এলাকা থেকে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে, বিএসএফ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলেও তাদের এখনও পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি।

তবে জঙ্গিপুরের ঘটনায় বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী বা কোনও নাগরিকের হাত রয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ সুপার সুস্পষ্টভাবে কোনও জবাব দেননি।  তিনি জানান, 'গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।'


Local NewsMurshidabad NewsJangipur Police District

নানান খবর

নানান খবর

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া