
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জাপানের কথা উঠলেই প্রথম যে কথাগুলি মাথায় আসে, তার মধ্যে অন্যতম জাপানিদের কর্মদক্ষতা। কিন্তু এবার সেই জাপানেই চালু হয়েছে সপ্তাহে তিন দিন ছুটির প্রথা। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে টোকিও মেট্রোপলিটন সরকার কর্মীদের জন্য চার দিনের কর্ম সপ্তাহ চালু করেছে। এর ফলে কর্মীরা সপ্তাহে তিন দিন ছুটি পাবেন। এছাড়াও, ছোট বাচ্চাদের বাবা-মায়েদের জন্য আংশিক বেতনের বিনিময়ে দৈনিক কর্মঘণ্টা কমানোরও সুযোগ থাকছে।
কিন্তু কেন এমন উদ্যোগ? জাপান সরকারের যুক্তি, সেদেশে জনসংখ্যা ক্রমশ কমছে। জন্মহারও অত্যন্ত কম। সরকারের আশা যে চার দিনের কর্ম সপ্তাহ চালু হলে মানুষ পরিবারকে বেশি সময় দেবেন এবং সন্তান প্রতিপালনে বেশি সময় দিতে পারবেন, যা জন্মহার বৃদ্ধিতে সহায়ক হতে পারে। কর্মজীবী বাবা-মায়েদের সুবিধা প্রদান করাই এর অন্যতম মূল লক্ষ্য। এছাড়াও কাজের চাপ কমানো এবং কর্ম-জীবনের ভারসাম্য আনাও লক্ষ্য সরকারের। জাপানে দীর্ঘক্ষণ এবং অতিরিক্ত কাজের চাপ একটি গুরুতর সমস্যা, যা কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এমনকী অতিরিক্ত পরিশ্রমে মৃত্যুর ঘটনাও বিরল নয়। বিষয়টিকে জাপানিতে বলে "কারোশি"। তাই চার দিনের কর্মসপ্তাহ এই চাপ কমিয়ে কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করতে পারে।
প্রসঙ্গত, কিছু সাম্প্রতিক গবেষণা এবং পাইলট প্রোগ্রামে দেখা গিয়েছে একটি নির্দিষ্ট হারে কাজের সময় কমলেও উৎপাদনশীলতা বজায় রাখা বা বৃদ্ধি করা সম্ভব। এক ১০০-৮০-১০০ সূত্র বলা হয়। এই সূত্র অনুযায়ী, ১০০ শতাংশ বেতনে যদি ৮০ শতাংশ সময় অফিসে আসতে হয়, তবে কর্মীরা ১০০ শতাংশ মনোযোগ দিয়ে কাজ করেন। কারণ কর্মীরা কম সময় কাজ করলেও, পর্যাপ্ত বিশ্রাম পেলে বেশি মনোযোগ দিয়ে কাজ করেন। শুধু জাপান নয়, একই ধরনের কর্মসপ্তাহ চালু করার দিকে হাঁটতে চলেছে ফ্রান্স, স্পেন, পর্তুগালের মতো দেশও।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
ডায়েট থেকে শুধু বাদ এই ২টি জিনিস, তাতেই তরতাজা ৫৯-এর মিলিন্দ সোমন
অবসর হোক আরও রঙিন, কীভাবে শখের কাজে উপার্জনের সুযোগ পাবেন?
৬০ ছুঁইছুঁই বয়সেও 'যুবক' শাহরুখ! টগবগে যৌবন ধরে রাখার সিক্রেট ফাঁস করলেন খোদ ‘বাদশাহ’
উত্তরে কল্পা-কিন্নর, নৈনিতাল? নাকি দক্ষিণের উটি? গরমের ছুটিতে কোথায় যাবেন? রইল তিন শৈল শহরের সাত-সতেরো