
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২৫ বছর পর জেল থেকে মুক্তি পেলেন গ্রাহাম স্টেইনস হত্যা মামলার অন্যতম আসামি মহেন্দ্র হেমব্রম। মুক্তির সময় তাঁকে মালা পরিয়ে বার করে আনা হয়। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান মিশনারি গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই নাবালক পুত্রকে হত্যার অভিযোগ উঠেছিল। সেই মামলায় ২৫ বছর কারাভোগের পর বুধবার ওড়িশার কেওনঝাড় জেল থেকে মুক্তি পেলেন মহেন্দ্র হেমব্রম।
৫০ বছর বয়সী হেমব্রমকে কারাবাসের সময় ভালো আচরণের কারণে মুক্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জেলর মনস্বিনী নায়েক বলেছেন, "রাজ্য সাজা পর্যালোচনা বোর্ডের সিদ্ধান্তের পর হেমব্রমকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার কারা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। নিয়ম অনুসারে ভালো আচরণের কারণে ২৫ বছর পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।"
জেলে কর্মরত এক আধিকারিক জানিয়েছেন, মহেন্দ্র হেমব্রমকে ব্যাঙ্কের একটি পাসবই দেওয়া হয়েছে। জেলে শ্রমের বিনিময়ে তাঁর ওই ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে জমা রয়েছে।
কারামুক্ত হয়ে মহেন্দ্র হেমব্রম বলেন, "ধর্মান্তকরণ সম্পর্কিত একটি ঘটনায় মিথ্যাভাবে আমাকে জড়ানো হয়েছে। ফলে বিনা দোষে আমি ২৫ বছর জেলে ছিলাম। আজ, আমাকে মুক্তি দেওয়া হয়েছে।"
১৯৯৯ সালে খ্রিস্টান মিশনারি অস্ট্রেলিয়ান গ্রাহাম স্টেইন এবং তাঁর দুই নাবালক পুত্রকে গাড়ির মধ্যে থাকা অবস্থায় জীবন্ত পুড়িয়ে মারা হয়। তাঁরা বেরতে চাইলেও হামলাকারীরা লাঠি হাতে তাঁদের বেরতে দেয়নি। ফলে জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৮ বছরের গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই ছেলে ফিলিপ (১০) এবং টিমোথি (৬)-র। এই হামলার নেতৃত্বে ছিল দারা সিং। সব মিলিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হলেও তিন বছরের মধ্যেই ৩৭ জন ছাড়া পেয়ে যায়। ১৪ জনের নাম ছিল চার্জশিটে। তবে শেষপর্যন্ত এদের মধ্যে ১২ জনই বেকসুর খালাস পায়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মহেন্দ্র হেমব্রম এবং দারা সিংকে।
মনোহরপুর গ্রামের বাসিন্দা হেমব্রমকে ১৯৯৯ সালেই গ্রেপ্তার করা হয়েছিল। দারা সিংকে ২০০০ সালের ৩১ জানুয়ারি ধরে পুলিশ। তৎকালীন ময়ূরভঞ্জের এসপি ওয়াই বি খুরানিয়া এই তদ্তের দায়িত্বে ছিলেন। এই খুরানাই বর্তমানে ওড়িশার ডিজিপি। ২০০৩ সালের ২২ সেপ্টেম্বরে মহেন্দ্র হেমব্রমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
২০০২ সালের ১ ফেব্রুয়ারি ভুবনেশ্বরের সিবিআই আদালতে বিচার চলাকালীন, হেমব্রম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং নিজেকে একমাত্র অপরাধী বলে দাবি করে, অন্যদের নির্দোষ দাবি করেন। ২০০১ সালের ১ মার্চ খুরদার জেলা ও দায়রা আদালতে বিচার শুরু হয়, যা সিবিআই আদালত হিসেবে মনোনীত।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের