মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ১৭ এপ্রিল ২০২৫ ০২ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যুব ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় ক্যাডেট কর্পসের পরিধি সম্প্রসারণের চলমান প্রচেষ্টার প্রেক্ষিতে এনসিসির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং, কলকাতায় পশ্চিমবঙ্গ ও সিকিম অধিদপ্তর পরিদর্শন করেছেন। এই সফরকালে, জেনারেল গুরবীরপাল সিং-কে, অধিদপ্তরের ছয়টি গ্রুপ এবং ৫৪টি এনসিসি ইউনিট পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছিল। তিনি অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন। নবপ্রজন্মকে তিনি দিকনির্দেশ এবং উৎসাহ প্রদান করেন।
পশ্চিমবঙ্গ ও সিকিম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল বিবেক ত্যাগীর সঙ্গে এনসিসির ডিজি সম্প্রতি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ক্যাডেটদের উপস্থাপিত একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে দুই রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং এনসিসি ক্যাডেটদের প্রতিভা-দক্ষতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে, লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং দার্জিলিং গ্রুপকে ডিজি এনসিসি ব্যানারে সম্মানিত করেন। এছাড়াও, বর্ধমান গ্রুপের ১০টি বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি, কোল 'সি' গ্রুপের দু'টি নৌ ইউনিট এনসিসিকে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রশাসনিক ক্ষেত্রে অনুকরণীয় কাজের জন্য সেরা ইউনিটের পুরস্কার দেন। জেনারেল নির্বাচিত সহযোগী এনসিসি অফিসার (এএনও), গার্ল ক্যাডেট ইন্সট্রাক্টর (জিসিআই) এবং ক্যাডেটদের, তাঁদের নিষ্ঠা এবং অসামান্য অবদানের জন্য পদক প্রদান করে ব্যতিক্রমী প্রচেষ্টার স্বীকৃতি দেন।
এনসিসি-র ডিজি ভবিষ্যত প্রজন্মের ক্যাডেটদের গঠন এবং তাদের ক্ষমতায়নে এনসিসি অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং, তাদের ক্যাম্প, অ্যাডভেঞ্চার কার্যক্রম, এবং কঠোর পরিশ্রমের জন্য ক্যাডেটদের প্রশংসা করেন। তিনি তাদের সর্বদা 'দেশ প্রথম' এই ভাবনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান।
জেনারেল গুরবীরপাল সিং, দেশ গঠনে এনসিসি প্রাক্তন ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন এবং বলেন যে, এনসিসি যুবসমাজের জন্য বিরাট সুযোগ তৈরি করেছে। তাঁর উৎসাহব্যঞ্জক মন্তব্যে ক্যাডেটরা অনুপ্রাণিত হয়।
নানান খবর

নানান খবর

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়