বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নতুন করে গ্রেপ্তার ২২, ধুলিয়ানের ঘরছাড়ারা বাড়ি ফিরছেন

AD | ১৬ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় শান্তি ফেরানোর জন্য কড়া পদক্ষেপ জারি রেখেছে জেলা পুলিশ প্রশাসন। সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে গত ২৪ ঘন্টায় নতুন করে গ্রেপ্তার হয়েছে ২২ জন। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।' এর পাশাপাশি পুলিশ সুপার জানিয়েছেন, 'জাফরাবাদে বাবা এবং ছেলেকে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।'

প্রসঙ্গত, এর আগে সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 
 
বুধবার পুলিশ সুপার দাবি করেন, 'নতুন করে সামশেরগঞ্জে আর কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত থেকে ছ'টি পরিবার ধুলিয়ানে ফিরে এসেছে। আরও বেশ কয়েকটি পরিবারের আজকের মধ্যেই ধুলিয়ানে ফিরে আসার কথা রয়েছে।'
 
আনন্দ রায় বলেন, 'ধুলিয়ানের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। যে সমস্ত মানুষ ঘর ছেড়ে গিয়েছিলেন তাঁদের প্রত্যেককে আবেদন করছি বাড়িতে ফিরে আসার জন্য। এলাকায় পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের।'

অন্যদিকে বুধবার সকালে ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধান সরণি এলাকায় একটি কসমেটিকসের দোকানে আগুন লাগার ঘটনায় সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার ভাই প্রবীর সাহার দোকান থেকে আজ সকালে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই গুজব রটে যায় ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।
 
পুলিশ সুপার জানান, 'একটি দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশের তিনটি দল গিয়েছিল। কিন্তু দোকানটিতে তখন বাইরে থেকে শাটার নামানো ছিল এবং ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের অনুমান খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছিল।'


Murshidabad UnrestDhuliyanWAQF Unrest

নানান খবর

নানান খবর

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া