
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : নিজেদের রীতি মেনে নতুন বছরকে স্বাগত জানাল মেচ ও বোডো জনজাতির মানুষেরা। চিরাচরিত প্রথা মেনে প্রকৃতি ও অগ্নিদেবকে পুজো করে নতুন বছরকে স্বাগত জানালেন মহিলারা।
সাধারণত বাঙালিরাই চিরাচরিতভাবে বাংলার নতুন বছরকে উদযাপন করে থাকেন। কোথাও বা পূজার্চনা, আবার কোথাও নানা সংস্কৃতিক অনুষ্ঠান। ইংরেজির পাশাপাশি বাংলা সালের প্রথম দিনকে উৎসবের মধ্যে পালন করতে দেখা যায় বাঙ্গালিদের। কিন্তু বাংলা সালের এই নতুন বছর উৎসব কি শুধু বাঙালিরাই পালন করেন ?
না, একথা একেবারেই ঠিক নয়। বাঙ্গালিদের পাশাপাশি মেচ ও বোডো জনজাতির নাগরিকরাও এই উৎসব উদযাপন করে থাকেন। আমরা যাকে বলে থাকি নববর্ষ। বৈশাখ মাসের প্রথম দিন তারাও এক ভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে থাকেন।
কি করেন তারা ? আমরা যারা বাঙালি, তারা নানা সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজো করে থাকি ইষ্ট দেবতাকে। কেউ পুজো করেন লক্ষ্মী ও গণেশ, আবার কেউ কেউ বিভিন্ন দেব-দেবীর মন্দিরে পরিবারের মঙ্গল কামনায় পুজো করে থাকেন। একই রকমভাবে মেচ ও বোডো জনজাতিরাও পূজার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।
তারা কোনও দেব-দেবী নয়, পুজো করেন প্রকৃতিকে। অর্থাৎ জল, বায়ু এবং অগ্নি, এই তিন সৃষ্টির সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে পুজো করা হয়। বছরে প্রথম দিন সেই অভিনব উৎসব পালিত হল আলিপুরদুয়ার জেলার সাতালি মণ্ডল পাড়া এলাকায়।
বোডো ভাষায় এই নববর্ষ উদযাপন উৎসবকে 'গদান বথর' বলা হয়। ১৯৯২ সাল থেকে সাতালি মন্ডলপাড়া এলাকায় মেচ ও বোডো জনজাতির মহিলারা 'গদান বথর' পালন করে আসছেন। এবছর নিয়ে তাদের ৩৩ তম গদান বথর উৎসব পালিত হচ্ছে।
এদিন জনজাতির মহিলারা নিজেদের সাংস্কৃতিক পোশাক ডোখনা পড়ে হোম-যজ্ঞ করে ব্রহ্মদেবকে পুজো করেন। তাঁদের বিশ্বাস, প্রকৃতি একমাত্র শক্তি যা কিনা সমগ্র পৃথিবীর জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রেখেছে। প্রকৃতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে জীববৈচিত্র্যের পাশাপাশি মনুষ্য জনজাতিকেও ক্ষতির মুখে পড়তে হবে। তাই তারা প্রকৃতির সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে পুজো করেন।
পুজোর মাধ্যমে ব্রহ্মদেবের কাছে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। ব্রহ্মদেব যেন সদা সকলের প্রতি সহায় থাকেন এবং সমগ্র প্রকৃতিকে রক্ষা করেন। শুধু পুজো দিয়েই শেষ নয়। পুজোর পর আগামী সাতদিনব্যাপী এলাকার বাড়ি বাড়ি গিয়ে বাগুরুম্বা নৃত্যও করবেন মহিলারা। বাগুরুম্বা নৃত্যের মাধ্যমে প্রত্যেক বাড়িতে ব্রহ্মদেবের আশীর্বাদ পৌঁছে দেবেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী