
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভোরে আগুন লাগে মহেশতলার ২০ নম্বর ওয়ার্ডে। ভোর বেলা আচমকা কাপড়ের গুদামের দোতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার পর ফের শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার। শুক্রবার মহেশতলা পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে জালখোলা, মন্ডলপাড়া মাদার ডেয়ারি প্যাকেটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণে গোডাউনের একাংশ ভেঙে পড়ে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও জানা না গেলেও, এক শ্রমিক আহত হয়েছে। তাঁকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন যায়। মহেশতলা থানার পুলিশও পৌঁছেছেন। অন্যদিকে বৃহস্পতিবার মধ্যরাতে জোড়াবাগান থানার নিমতলা ঘাট এলাকার কাঠগোলা স্ট্রিটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কাঠগোলা এলাকার একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। ওই বাড়িটির নীচে একটি কাঠের দোকান ও চায়ের দোকান ছিল। সেখান থেকেই কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পরে আশপাশের বাড়িগুলিতে। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের দশটি ইঞ্জিন।ওই বাড়িগুলিতে যাঁরা থাকতেন, আগুনের খবর পেয়ে তাঁরা দ্রুত নেমে আসেন রাস্তায়। ফলে হতাহতের খবর নেই।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪