
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে জড়িত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পদক্ষেপ নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় জড়িত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)-এর সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এজেএল, যেটি আগে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রকাশ করত, সেটি ইয়ং ইন্ডিয়ান লিমিটেড (ওয়াইআইএল)-এর দ্বারা অধিগ্রহণ করা হয়। এই কোম্পানির মালিকানা মূলত সোনিয়া ও রাহুল গান্ধীর হাতে। ইডির দাবি, এই অধিগ্রহণের পেছনে ছিল আর্থিক কৌশল এবং বেআইনি অর্থ পাচার, যার মাধ্যমে প্রায় ৯৮৮ কোটি টাকার সম্পত্তি দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে।
গত ১১ এপ্রিল, দিল্লি, মুম্বই ও লখনউয়ের রেজিস্ট্রি অফিসগুলোকে সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। এই শহরগুলিতেই এজেএলের বিতর্কিত সম্পত্তিগুলি অবস্থিত। এর আগে, ২০২৩ সালের নভেম্বর মাসে ইডি দিল্লি, মুম্বই ও লখনউতে মোট ৬৬১ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি এবং ৯০.২ কোটি টাকার এজেএল শেয়ার প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করে। এই প্রাথমিক সংযুক্তি সম্প্রতি এক বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ইয়ং ইন্ডিয়ান মাত্র ৫০ লাখ টাকার বিনিময়ে এজেএলের ওপর নিয়ন্ত্রণ নিয়েছিল, যার সম্পত্তির মোট মূল্য ২,০০০ কোটিরও বেশি। বিজেপি নেতা সুভ্রমনিয়ম স্বামী ২০১৪ সালে একটি ফৌজদারি মামলা দায়ের করেন, যার ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।
এছাড়াও, মুম্বইয়ের হেরাল্ড হাউজ ভবনের তিনটি তলায় বর্তমানে অবস্থানকারী জিন্দাল সাউথ ওয়েস্ট প্রজেক্টস কোম্পানিকে একটি আলাদা নোটিস পাঠানো হয়েছে। তাদের বলা হয়েছে, ভবিষ্যতের সব ভাড়ার অর্থ ইডি-র কাছে জমা দিতে হবে।
ইডির বক্তব্য, এই সম্পত্তিগুলি বেআইনিভাবে অধিগ্রহণ করা হয়েছে এবং এগুলোর ব্যবহার করে ‘অবৈধ অর্থ’ উপার্জন করা হচ্ছিল। এমনকি ভুয়ো অনুদান, অগ্রিম ভাড়া এবং বিজ্ঞাপনের আড়ালে ৮৫ কোটির বেশি টাকা জোগাড়ের প্রমাণও তারা পেয়েছে।
তদন্ত প্রক্রিয়াটি ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও, এই নিয়ে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক ও আর্থিক দুর্নীতির অভিযোগ আরও গভীরতর হলো বলে মনে করা হচ্ছে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের