বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠে পড়ল কিশোর, উদ্ধার করতে হিমশিম দমকল ও পুলিশের, ঘটনায় হইচই

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১১ এপ্রিল ২০২৫ ০৪ : ২৪Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ঘটনাটি ঘটল ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁও এলাকায়। জানা গেছে এদিন দুপুরে বছর ১২-র রাজদীপ বর্মন নামে এক কিশোরকে এলাকার এক মোবাইল টাওয়ারের উপরে দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দুর্ঘটনার আশঙ্কা করে তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। ওই টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীদের। 

জানা গেছে এদিন দুপুর নাগাদ ওই কিশোরকে এলাকার মোবাইল টাওয়ারে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই কিশোরের বাবা কৃষ্ণ বর্মন'কে ঘটনার খবর দেয় গ্রামবাসীরাই। খবর পেয়ে কৃষ্ণ বর্মন ঘটনাস্থলে পৌঁছে অবাক। কারণ কিছুক্ষণ আগেই তাঁর একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলে রাজদ্বীপ বর্মন দুপুরের খাওয়া খেয়ে সাইকেল নিতে হবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তাকে প্রায় ১৫০ ফিট উঁচু মোবাইল টাওয়ারে দেখতে পাবেন, সেটা ভাবেননি বাবা কৃষ্ণ বর্মন। এরপরেই খবর দেয়া স্থানীয় পুলিশ দমকল কর্মীদের। খবর পেয়ে বিকেল ৫টা নাগাদ পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছয়। কিন্তু কিশোরের মানসিক পরিস্থিতির কথা শুনে ঝুঁকি নিতে চায়নি দমকল কর্মীরা। কারণ অনেকবার পরিবার ও গ্রামবাসীদের অনুরোধেও সাড়া দেয়নি রাজদ্বীপ। ফলে দমকল কর্মীরা উদ্ধার করতে গেলে যেকোনো সময় অঘটন ঘটতে পারে। সেই আশংকায় বাধ্য হয়ে চুপ থাকতে হয় পুলিশ ও দমকল কর্মীদের। সন্ধ্যা হলে কিশোরের চোখে ধুলো দিয়ে, দমকল কর্মীরা টাওয়ারে উঠে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

অবশেষে সন্ধ্যা সাতটা নাগাদ টাওয়ার থেকে নামানো হয় ওই কিশোরকে। এদিন মোবাইল টাওয়ারে চড়া কিশোরকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। তবে বড়সড় দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বলে দাবি সকলের। 

এই বিষয়ে কিশোরের বাবা কৃষ্ণ বর্মন বলেন, "আমার ছেলে দুপুর খাওয়া খেয়ে সাইকেল আনতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে যে মোবাইল টাওয়ারে উঠে পড়বে, একবারও আন্দাজ করিনি। স্থানীয়রা খবর না দিলে জানতেই পারতাম না। ভগবানের অশেষ কৃপা, ওকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি"।

 স্থানীয় বলরাম দে জানান,"এলাকার একটি মানসিক ভরসাম্যহীন ১২ বছরের একটি ছেলে টাওয়ারের উঠে পরে। পরে দমকলের কর্মীরা এসে নিরাপদে ছেলেটিকে নামিয়ে আনে।" এবিষয়ে ফালাকাটা দমকল বিভাগের আধিকারিক মৃত্যুঞ্জয় রায় বীর বলেন, "কয়েকঘণ্টা চেষ্টার পর নিরাপদে কিশোরকে নামানো সম্ভব হয়।"


AlipurduarMobile towermental health

নানান খবর

নানান খবর

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

সোশ্যাল মিডিয়া