সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ধেয়ে আসছে বৃষ্টি, বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বড় আপডেট দিল হাওয়া অফিস

Sumit | ১১ এপ্রিল ২০২৫ ২৩ : ২৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। 


হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং উত্তর বাংলাদেশের উপরে একটি করে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারের পর থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


বৃহস্পতিবার রাতের দিকে কলকাতায় ঝড়বৃষ্টি হয়েছে। দমকা হাওয়ার সঙ্গে কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বেশ কিছু ক্ষণের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হয়। গরমে কিছুটা স্বস্তি দিয়েছে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন। এর ফলে এক দিনে পাঁচ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।


হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। হুগলিতে ওই দিন ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়।


উত্তরবঙ্গের সব জেলায় শনিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তরের আট জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে।

 


হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। অন্যদিকে শহরেরে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪ ডিগ্রি কম।

 


চৈত্র মাসের শেষদিকে এই সময় হালকা থেকে মাঝারি ধরণের কালবৈশাখীর দেখা মেলে। সেদিক থেকে দেখতে হলে এই অসময়ের বৃষ্টি খানিকটা হলেও খানিকটা কমিয়ে দেবে তাপমাত্রার পারদ। রাতের দিকে বৃষ্টির ফলে বাড়িতে ফিরে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাজ্যবাসী। 

 


IMD Weather UpdateHeavy RainfallWeather TodayWeather Update

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া