
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিনা পণ্যের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের চাপানো ১০৪ শতাংশ শুল্ক বুধবার থেকেই কার্যকর হয়েছে। বেজিং আগেই জানিয়েছিল যে, তারা ভীত নয়। তাই আমেরিকার চড়া শুল্ক মোকাবিলায় এবার পাল্টা দিল চিন। ঘোষণা করা হল যে, বৃহস্পতিবার থেকে মার্কিন পণ্যের উপর ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
এর আগে ট্রাম্পের পারস্পরিক শুল্ক ঘোষণার পর চিন মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপানোর কথা জানিয়েছিল। এই শুল্ক প্রত্যাহারের জন্য চিনকে গত ৮ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু, চিন তা গ্রাহ্য করেনি। এরপরই ট্রাম্প মঙ্গলবার ১০৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন। বুধবার থেকেই তা কার্যকর করা হয়েছে। কৌতূহল ছিল যে চিন এবার কী পদক্ষেপ করে। সেই আগ্রহের দ্রুত অবসান ঘটল।
বুধবার চিনা অর্থমন্ত্রী ঘোষণা করেন, মার্কিন আপদানিকৃত পণ্যের উপর বেজিং আরও এবার শুল্ক চাপাচ্ছে। ফলে মার্কিন পণ্যের উপর মোট আমদানি শুল্কর পরিমাণ বেড়ে দাঁড়াল ৮৪ শতাংশ। বর্ধিত শুল্ক ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।
ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের বিরুদ্ধে চিন "শেষ পর্যন্ত লড়াই" করার প্রতিশ্রুতি দিয়েছে এবং হোয়াইট হাউসের সঙ্গে আলোচনার কোনও ইঙ্গিত দেয়নি। উল্লেখ্য আগেই ট্রাম্প জানিয়েছিলেন যে, আমেরিকা চিনের সঙ্গে সবধরনের আলোচনা বর্জন করছে। তবে চিন ছাড়া অন্য়ান্য দেশের সঙ্গে আলোচনা চলবে।
চিনের বাণিজ্যমন্ত্রক সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে যে, "যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরও বাড়ানোর উপর জোর দেয়, তবে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং শেষ পর্যন্ত লড়াই করার জন্য চিনের দৃঢ় ইচ্ছা এবং প্রচুর উপায় রয়েছে।"
বুধবারই বেজিং, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-কে জানিয়েছে যে, "পরিস্থিতি বিপজ্জনকভাবে আরও খারাপ হয়েছে"। সতর্ক করে দিয়ে বলেছে যে, চিনের উপর মার্কিন শুল্ক আরোপ বিশ্বব্যাপী বাণিজ্য স্থিতিশীলতার পক্ষে গুরুতর ঝুঁকি।
ট্রাম্পের পাল্টা শুল্ক, জবাবে চিনের শুল্ক বৃদ্ধি। ফলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা