
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গাড়িতে চড়লেন, পাড়ায় আড্ডায় বসলেন, ভেজা ছাতা রাখলেন ক্লাসের দরজার বাইরে, চায়ের দোকানে ব্যাগ রাখলেন, ব্যাস! তারপর ভুলে চলে এলেন। এমন ঘটনা একেবারেই নতুন নয়, বরং আকছার ঘটে। ব্যাগ থেকে ফোন, চশমা থেকে মিষ্টির প্যাকেট, মানুষ বারে বারে ভুলে এসেছেন ভুল জায়গায়।
একটি অ্যাপ ক্যাব সংস্থার সমীক্ষার তথ্য, ভারতের মধ্যে মুম্বই হচ্ছে দেশের সবচেয়ে 'ভুলোমনা শহর'। সংস্থার হিসেব, ওই শহরেরই সবচেয়ে বেশি মানুষ নানা সময়ে অ্যাপ ক্যাবে নানা জিনিস ভুলে গিয়েছেন। উবার ইন্ডিয়ার নবম বার্ষিক লস্ট অ্যান্ড ফাউন্ড-এর তালিকায় শীর্ষে বাণিজ্য নগরী। পরপর দু' বছরই এই তালিকার শীর্ষে মুম্বই। যদিও আগে এই ‘ভুলোমনা’ শহরের তালিকার শীর্ষে ছিল দিল্লি।
কীভাবে এই তালিকা তৈরি হয়? সারা বছর ওই অ্যাপ ক্যাব সংস্থায় যে পরিমাণ মানুষ ক্যাবে নিজের জিনিস ভুলে গিয়েছেন বলে অভিযোগ দায়ের করেন, তার ভিত্তিতেই তৈরি হয় 'লস্ট অ্যান্ড ফাউন্ড'-এর এই তালিকা। তালিকায় দ্বিতীয় স্থানে দিল্লি। তৃতীয় এবং চতুর্থ স্থানে পুণে এবং বেঙ্গালুরু। পঞ্চম স্থানে কলকাতা।
তবে শুধু ভুল করে ভুলে যাওয়ার হিসেবে শহরের তালিকা প্রকাশ করেনি, ওই সংস্থা তালিকা প্রকাশ করেছে ভুলে যাওয়া দ্রব্যেরও। কী কী রয়েছে তালিকায়? বিয়ের শাড়ি থেকে সোনার বিস্কুট, চোখ ছানাবড়া হওয়ার মতো তালিকায় আরও রয়েছে, ফোন, ব্যাগ, চশমা, চাবি, জামা-কাপড়, খাবার, গাওয়া ঘী, রান্নার স্টোভ, বাঁশি, হুইল চেয়ার,টেলেস্কোপ। সংস্থার বক্তব্য, বিমান থেকে নামার পরে, জেট ল্যাগ অর্থাৎ বিমান-ক্লান্তির কারণে বেশিরভাগ মানুষ গাড়িতে বহুকিছু ভুলে যান।
শনিবারেই নাকি মানুষ সবথেকে বেশি ভুলে যান, তেমনটাও বলছে ওই অ্যাপ ক্যাব সংস্থা। কীভাবে? কারণ শনিবার সন্ধের দিকে সবচেয়ে বেশি এই ধরনের অভিযোগ জমা পড়েছে সংস্থার দপ্তরে। এছাড়া অনুষ্ঠানের দিনগুলিতেও এই ভুলে যাওয়া বেশি লক্ষণীয়।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও