
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত কবি আনন্দমোহন রায়ের ইচ্ছা ছিল জীবদ্দশায় রাজবংশী ভাষায় ‘রামায়ণ’-এর অনুবাদ করে বই হিসেবে প্রকাশ করবেন। কিন্তু বই লিখলেও তা প্রকাশ করতে পারেননি তিনি। তার আগেই মৃত্যু হয় তাঁর। তাই তাঁর পুত্র উমাশংকর রায় বাবার শেষ ইচ্ছাপূরণ করলেন। বাবার লেখা রাজবংশী ভাষায় ‘রামায়ন’ বই প্রকাশ করলেন তিনি। এটি রাজবংশী ভাষায় প্রথম রামায়ন বই।
সোমবার কোচবিহার শহরের গুঞ্জবাড়ি সংলগ্ন দ্য কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি হল ঘরে ওই অনুষ্ঠান হয়। বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছেলের এই কর্মকাণ্ডকে সবাই কুর্নিশ জানিয়েছেন। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক নিখিলেশ রায়, অধ্যাপক ভগীরথ দাস, অধ্যাপক মাধব চন্দ্র অধিকারী, কবি সাহিত্যিক ও সুরকার জগদীশ আসোয়ার, শিক্ষক ও শিল্পী যোগেন্দ্রনাথ রায়, কবি শৈলেন দাস সহ আরও অনেকে।
জানা গিয়েছে, প্রয়াত আনন্দমোহন রায় মরিচবাড়ি এলাকার কুমটিরঘাটের বাসিন্দা ছিলেন। তিনি কৃত্তিবাসী রামায়ণ রাজবংশী ভাষায় অনুবাদ করেন। এছাড়াও তাঁর লেখা যাত্রাপালগুলির মধ্যে অন্যতম মুজিব কেন কবরে বা শতাব্দীর ইতিহাস জনপ্রিয়তা অর্জন করে। কবিতা লেখার পাশাপাশি একশোর বেশি ভাওইয়া গান লিখেছেন। রাজবংশী ভাষায় অনুবাদ করা রামায়ন রাজবংশী সাহিত্যেকে স্বতন্ত্র করবে বলে জানান অনেকেই।
এদিন এবিষয়ে উমাশঙ্কর রায় জানান, ‘ব্রেন স্ট্রোক হওয়ায় বাবা অনেকদিন অসুস্থ ছিলেন। সে সময় তিনি এই অনুবাদের কাজ করেছেন। বাবার ওই বইটি অনুবাদের কাজ শেষ হওয়ার পর মারা যান। কর্মসূত্রে আমি জয়সলমীরে থাকায় বইটি সম্পাদনার কাজ করে উঠতে পারিনি। তবে এবার সম্পাদনার কাজ শেষ করে আজ বইটি প্রকাশ করলাম। এই বইটি প্রকাশ করে খুবই আনন্দ হচ্ছে। আরও ভাল লাগত এই অনুষ্ঠানে যদি বাবা উপস্থিত থাকতেন।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী