
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে দুটি পৃথক ঘটনায় প্রাণ গেল দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও দুই মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দুটি আলাদা জঙ্গলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাফিয়ার রেহমান (৫০) এবং রাজেন ওঁরাও (৫২)। প্রথম ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটা নাগাদ।
সাফিয়ার সহ তিন ব্যক্তি জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়েছিলেন। আচমকা একটি বুনো হাতি এসে পড়ে তাদের সামনে। পালাতে গেলে হাতিটি সাফিয়ারকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা বাকি দু’জন কোনরকমে পালিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দিনের দ্বিতীয় ঘটনাটি ঘটে বিকেলে।
একই জঙ্গলের অন্য একটি অংশে। রাজেন ওঁরাও একদল মহিলার সঙ্গে কাঠ সংগ্রহ করছিলেন। সেই সময় হঠাৎই আরও একটি বুনো হাতি তাঁদের সামনে চলে আসে। মহিলারা পালাতে সক্ষম হলেও, রাজেনকে পায়ে পিষে মেরে ফেলে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেনের। হাতির আক্রমণে গুরুতর আহত হন কুসুম এবং লায়লা নামের দুই মহিলা।
তাঁদের প্রথমে উদলাবাড়ি হাসপাতাল ও পরে গুডস সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁরা সেখানেই ভর্তি রয়েছেন। পুলিশ এবং বন দপ্তরের তরফে জানানো হয়েছে, দুটি ঘটনাতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পরপর এই হামলায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করুক প্রশাসন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও