
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ডোনান্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণায় খুশি নন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। মার্কিন প্রেসিডেন্টের 'আমেরিকা ফার্স্ট' নীতিও তাঁকে শঙ্কিত করে তুলছে। এই আবহেই সোমবার বড় ঘোষণা করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্বায়নের যুগ শেষ বলে ঘোষণা করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেনের উপর ১০ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছেন। যা বিশ্ব বাজারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা। ট্রাম্পের শুল্কনীতি কী ভাবে মোকাবিলা করা যায়, সেই রাস্তা খুঁজছে বাকিরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, দেশের ব্যবসাকে 'শুল্ক-ঝড়' থেকে রক্ষা করার জন্য নতুন শিল্পনীতি ব্যবহার করতে প্রস্তুত। পাশাপাশি, মার্কিন প্রশাসনের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তির চেষ্টাও চালিয়ে যাবেন তিনি। প্রধানমন্ত্রী স্টার্মারের মতে, "আমরা বিশ্বাস করি না যে, বাণিজ্যযুদ্ধই সমস্যা সমাধানের একমাত্র পথ।"
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পরই বিশ্ব বাজার টালমাটাল হয়েছে। আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধস নামছে। প্রত্যেকটি দেশই নিজের মতো করে এই শুল্ক সমস্যা সমাধানের পথ খুঁজছে। স্টার্মার মনে করেন, ট্রাম্পের ঘোষণার ফলে বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
অনেক বিশেষজ্ঞের মত অবশ্য উল্টো। ট্রাম্পের শুল্কনীতি আদতে 'শাপে বর' বলে মনে করছেন তাঁরা। এইসব বিশেষজ্ঞের দাবি, বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ উৎপাদনের উপর জোর দেবে। সঙ্গে অর্থনৈতিক সংস্কারের পথেও হাঁটবে।
ব্রিটেনের এক সরকারি আধিকারিক বলেছেন, "ট্রাম্প এমন কিছু করেছেন যার সঙ্গে আমরা একমত নই, কিন্তু ওই নীতির নেপথ্য়ে মানুষের বড় অংশের সমর্থন রয়েছে। কারণ, পৃথিবী বদলে গিয়েছে, বিশ্বায়ন শেষ হয়ে গিয়েছে, এবং আমরা এখন একটি নতুন যুগে আছি। দেখাতে হবে যে, আমাদের দৃষ্টিভঙ্গি, আরও সক্রিয়, লেবার সরকার আরও সংস্কারবাদী, এই দেশের প্রতিটি অংশের মানুষের জন্য পর্যাপ্ত আশানুরূপ কাজে দক্ষ।"
দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকেই আমেরিকার শুল্ক নীতি বদলে ফেলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, যে সমস্ত দেশ আমেরিকার পণ্য থেকে যত শুল্ক নিয়ে থাকে, তাদের উপরেও পাল্টা তত শুল্কই চাপানো হবে। এ বিষয়ে আমেরিকার স্বার্থের কথাই শুধু মাথায় রাখবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নতুন নীতিতে প্রায় প্রতিটি দেশের উপরেই ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। এছাড়া গাড়ির উপর ২৫ শতাংশ শুল্র আরোপ করা হয়েছে।
ব্রিটেনের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার জানিয়ে দিয়েছে, তারা এখন আর আমেরিকায় গাড়ি পাঠাবে না। অন্তত এক মাসের জন্য গাড়ি রফতানির স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই সপ্তাহের শেষের দিকে, ব্রিটিশ সরকার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকদের উপর নিয়ন্ত্রণ শিথিল করা এবং সরকারের শিল্প কৌশলের কিছু অংশ সামনে আনার ঘোষণা করার পরিকল্পনাও করছে। বুধবার একটি বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার জন্য ব্রিটেন ও ভারতের মধ্যে "অর্থনৈতিক ও আর্থিক সংলাপ" করার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে একটি নতুন চুক্তি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল