
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কৌতুকশিল্পী কুণাল কামরাকে তাদের শিল্পী তালিকা থেকে সরিয়ে দিল 'বুক মাই শো'। কুণাল সংক্রান্ত যাবতীয় কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ 'বুক মাই শো'-র ওয়েবসাইটে গিয়ে আর কুণাল কামরার কৌতুক শো-র টিকিট বুক করতে পারবেন না অনুরাগীরা।
'বুক মাই শো'-র সিদ্ধান্ত জানাজানি হতেই একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সোশ্যাল মিডিয়া ইনচার্জ রাহুল এন কানাল, ওই সংস্থার সিইও আশিস হেমরাজানিকে তাদের পোর্টাল 'পরিষ্কার' রাখার জন্য এবং এই ধরনের শিল্পীদের বিশুদ্ধ বিনোদনের তালিকা থেকে বাদ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, কৌতুক শিল্পী কুণালকে তাদের প্ল্যাটফর্মে জায়গা না দেওয়ার জন্য একদিন আগেই 'বুক মাই শো'-কে চিঠি দিয়েছিলেন শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী)-র যুবনেতা রাহুল এন কানাল। হুঁশিয়ারির সুরে রাহুল লিখেছিলেন যে, "ওর (কুণাল কামরা) শো-র টিকিট বিক্রি জারি থাকলে আমরা বুঝব, ওর বিভেদমূলক মন্তব্যকে 'বুক মাই শো' সমর্থন করছে, যা মানুষের আবেগ এবং শহরের আইনশৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে।"
এই ইস্যুতে শনিবার 'বুক মাই শো'-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেয়, এ নিয়ে সংস্থার এখনই কোনও মন্তব্য নেই।
এখন কি 'বুক মাই শো'-তে তাঁর অনুষ্ঠান তালিকাভুক্ত করা যাবে। সংস্থার পদক্ষেপ জানাজানি হতেই কুণাল কামরা 'বুক মাই শো'-কে তা নিশ্চিত করতে বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "যদি না হয়, তাহলে ঠিক আছে। আমি বুঝতে পারছি।"
সম্প্রতি নিজের একটি শো-র একটি ভিডিও ইউটিউবে শেয়ার করেন কৌতুক শিল্পী কুণাল কামরা। সেখানে তাঁকে দেশের নানা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে শোনা যায়। কিন্তু সেই ভিডিও-তে কুণালের কিছু মন্তব্যে তীব্র আপত্তি জানায় একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা। উদ্ধব ঠাকরের সরকার ফেলে দিয়ে যেভাবে বিজেপি-তে যোগ দেন তিনি, উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরের দলের উপর নিজের মালিকানা প্রতিষ্ঠা করেন, কুণাল সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন বলেই দাবি করে একনাথের শিবসেনা। অনুষ্ঠান চলাকালীন কুণাল যদিও একনাথের নাম উল্লেখ করেননি।
এরকপরই উত্তাল হয় পরিস্থিতি। অনুষ্ঠান হলে ভাঙচুর চালানো হয়। এফআইআর দায়ের করা হয় কুণালের বিরুদ্ধে। যদিও অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে তাঁর। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের