
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ ১০ বছর পর এসেছিল খেতাব। ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে আইপিএল জিতেছিল কলকাতা। তারপর ২০২৪ সালে জয়, যখন গম্ভীর ছিলেন মেন্টর। কিন্তু এরপর টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে ফেলেছেন গম্ভীর। তাই কোচিংয়ের দায়িত্বটা পুরোপুরি চলে এসেছে চন্দ্রকান্ত পণ্ডিতের উপর। যদিও ২০২৪ সালেও কেকেআরের কোচ ছিলেন পণ্ডিত। এবারও তিনি আছেন। কিন্তু ২০২৪ আইপিএল জয়ের জন্য অনেকেই কৃতিত্ব দেন গম্ভীরকে। কিন্তু তা মানতে রাজি নন দেশ ও বাংলার প্রাক্তন ক্রিকেটার অরুণলাল।
তিনি স্পষ্টই বলেছেন, গম্ভীরের কোনও কৃতিত্বই নেই। কৃতিত্ব যদি কাউকে দিতে হয় সেটা পণ্ডিতকে দিতে হবে। অরুণলালের কথায়, ২০২৪ সালে কেকেআরের আইপিএল জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের। এক সাক্ষাৎকারে অরুণলাল বলেছেন, ‘কোচ হিসেবে আইপিএল জিতেছে পণ্ডিত। রঞ্জিও জিতেছে। পণ্ডিত তো এখনও কোচ রয়েছে। তাই নয় কী? কোচকেই কৃতিত্ব দেওয়া উচিত। কারণ দায়িত্বটা তাঁর উপরেই বর্তায়।’
এটা ঘটনা, ২০২৩ সাল থেকে কেকেআরের হেড কোচ রয়েছেন পণ্ডিত। সেবার দল সাত নম্বরে শেষ করেছিল। এরপর ২০২৪ সালে গম্ভীর মেন্টর হয়ে আসেন। কেকেআর চ্যাম্পিয়ন হয়। কিন্তু তবুও অরুণলাল বলছেন, ‘দলের কম্বিনেশন নিয়ে সিদ্ধান্ত কিন্তু কোচ ও অধিনায়কই নেন। ৯০ শতাংশ দায়িত্ব এই দু’জনকে সামলাতে হয়। তাই কৃতিত্ব যদি থাকে তো তাঁদেরই। প্রয়োজনে সমালোচনাও এই দু’জনকেই শুনতে হবে।’
এবার কেকেআর দলে অনেক বদল হয়েছে। যার জন্য টিম কম্বিনেশনে অনেক পরিবর্তন করতে হয়েছে। যেটা এখনও ক্লিক করেনি। ফিল সল্ট ও স্টার্কের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়াটা কেকেআরের সত্যিই ভুল হয়েছে। এবার শুরুটাও ভাল হয়নি। তিন ম্যাচ খেলে জয় মাত্র এক। হার দুটি। যদিও হাতে এখনও ১১ ম্যাচ রয়েছে।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?