
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : নিউ মার্কেটের নাহুমস বাইরে লম্বা লাইনটাই বলে দেয়, শহর কলকাতায় শুরু হয়ে গিয়েছে ক্রিসমাসের কাউন্টডাউন। শতাব্দী পেরিয়ে এখনও কলকাতার কেকের বাজারে শো-স্টপার তিলোত্তমার এই সেকেলে ইহুদি কেকের ডেরাটি। তাই দোকান খুলতেই ক্রেতাদের উপচে পড়া ভিড়।