বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাস্তার ধারে পড়ে সিভিক ভলেন্টিয়ারের রক্তাক্ত দেহ, ঈর্ষার জেরে খুনের অভিযোগ পরিবারের

Pallabi Ghosh | ৩০ মার্চ ২০২৫ ১৭ : ০১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে সাগরপাড়া থানার জয়পুর এলাকায় রাস্তার পাশে ওই সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশেই পড়েছিল তাঁর মোটরসাইকেলটি। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম আব্দুর রউফ (৩৪)। তাঁর বাড়ি কুতুবপুর গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাঁর দেহটি উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, 'সৎ' পথে চলার জন্য তাঁদের পরিবারের সদস্যকে খুন করা হয়েছে। 

 

সাগরপাড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটেছে। 

 

মৃতের পরিবার সূত্র জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সাগরপাড়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্তব্যরত ছিলেন দুই সন্তানের বাবা আব্দুর। রবিবার সকালে জয়পুর এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার ধারে একটি কালভার্টের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আব্দুরের প্রাণহীন দেহ। স্থানীয় সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের বোন মামনি বিবি বলেন, 'আমার ভাই থানায় সিভিক ভলেন্টিয়ারের চাকরি করত বলে গ্রামের এবং এলাকার অনেকেই তাকে সহ্য করতে পারতেন না। আমাদের সন্দেহ সেই আক্রোশের বশে কেউ বা কারা তাকে খুন করেছে। আজ সকালে আমরা খবর পাই ভাইয়ের দেহ রাস্তার ধারে পড়ে রয়েছে।'

 

মৃত সিভিক ভলেন্টিয়ার স্ত্রী জানান, 'রোজ রাত ১২-১ টা নাগাদ আমার স্বামী ডিউটি করে বাড়ি ফিরত। কিন্তু গতকাল রাতে সে ফেরেনি। গতকাল থানায় ইফতারের অনুষ্ঠান থাকায় আমরা কোনও সন্দেহ করিনি। আমরা ভেবেছিলাম আমার স্বামী রাতে হয়তো থানাতেই বা কোনও বন্ধুর বাড়িতে থেকে গিয়েছে। আজ সকালে আমরা খবর পাই আমার স্বামীর দেহ রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে। আমার স্বামী কোনও দুর্ঘটনায় মারা যায়নি। তাকে গলা টিপে খুন করা হয়েছে। তারপর দেহটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। যারা এই কাজের সঙ্গে জড়িত আমি তাদের কঠোর শাস্তির দাবি করছি।' 

 

যদিও মৃত ওই যুবকের মামা বাচ্চু সরকার বলেন, 'স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা শুনেছি গতকাল রাতে থানা থেকে বাড়ি ফেরার পথে আব্দুর পথ দুর্ঘটনার কবলে পড়ে এবং নিজের মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সেই অবস্থাতেই সম্ভবত সারারাত সে রাস্তার পাশে পড়েছিল। গভীর রাত হওয়ার কারণে কেউ ঘটনাটি বুঝতে পারেনি। আজ সকালে আব্দুরের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেয়।' 


MurshidabadCrime newsCivic Volunteer

নানান খবর

নানান খবর

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া