
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার সুতি–১ ব্লকের বহুতালী গ্রামের সাখোপাড়া থেকে পীরতলা পর্যন্ত রাস্তার ধারের বোর্ডে জ্বলজ্বল করছে প্রায় ৩৬ লক্ষ টাকা খরচ করে ওই গ্রামে ‘পথশ্রী প্রকল্পে’ এক কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, বাস্তবে ওই এলাকার বেশিরভাগ অংশে কোনও ঢালাই রাস্তা তৈরি হয়নি।
ওই রাস্তা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্সি মাত্র আড়াইশো মিটার কাজ করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। ঠিকমতো কাজ না করলেও নির্মাণকারী সংস্থাকে বিডিও অফিস থেকে ইতিমধ্যেই পুরো টাকা দিয়ে দেওয়া হয়েছে বলে গ্রামবাসীরা দাবি করেছেন।
রাজ্য সরকারের ‘পথশ্রী প্রকল্পে’ এইভাবে দুর্নীতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের আধিকারিক এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীরা জানিয়েছেন, গত ২৯ মার্চ ঘটা করে এই প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছিল।
সুতি–১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘রাস্তা তৈরির জন্য বিডিও অফিস থেকে টেন্ডার ডাকা হয়েছিল। রাস্তা তৈরিতে কিছু একটা সমস্যা হয়েছে বলে শুনেছি। বিডিওকে অনুরোধ করেছি রাস্তা তৈরিতে দুর্নীতি হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।’ সুতি–১ ব্লকের বিডিও অরূপ সাহা জানিয়েছেন, ‘প্রকল্পের রাস্তা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা মোট এক কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছে। কোনও এক বিভ্রান্তির জেরে প্রকল্পের যে অংশে এক কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা ছিল সেখানে এই রাস্তা নির্মাণ হয়নি। কেন এই ভুল হল তা তদন্ত করে দেখা হচ্ছে।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও