
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্য ছাড়ল এলাকায়। বুধবার রাতে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে মেঘনা মিলের সামনে বোমাবাজির ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। গুলিও চলে বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেন, মেঘনা মিলের মধ্যে কর্মীদের মধ্যে গন্ডগোল হচ্ছিল। সেই সময় বিজেপি নেতা অর্জুন সিং তাঁর দলবল নিয়ে ঘটনাস্থলে চলে আসেন। অর্জুন সিং নিজের রিভলবার থেকে একটি গুলি চালান। সাদ্দাম নামে এক ব্যক্তির পায় গুলি লাগে। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর বিজেপি নেতা অর্জুন সিং বলেন, 'আমরা বাড়ির সামনেই ছিলাম। হঠাৎ গুলি, বোমার আওয়াজ পাই। তখনই ঘটনাস্থলে ছুটে যাই। তখন দেখতে পাই একদল আরেকদলকে তাড়া করে নিয়ে যাচ্ছে। আর একজন ড্রেনের পাশে পড়ে রয়েছে। তাঁকে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।' অর্জুন সিং আরও দাবি করেন, 'পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা দেখলেই বোঝা যাবে।' তিনি আরও দাবি, নমিত সিং নামের এক যুবক এই ঘটনা ঘটিয়েছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও