
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। বুধবার দুপুর ২:৪০ নাগাদ বেলেঘাটা সেল ট্যাক্সের পিছনে বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডেরে ঘটনা ঘটে। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে, দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের শিখা। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি।
স্থানীয়দের দাবি, চারপাশে একাধিক গোডাউনে দাহ্য বস্তুর থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা বারই থেকে বেরিয়ে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন। তৎক্ষণাৎ পড়শিদের ডাকেন, খবর দেওয়া হয় দমকলে।
উল্লেখ্য, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪ টি দমকল বিভাগের ইঞ্জিন পৌঁছয়। সন্ধেবেলা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ চলেছে সন্ধেতেও, কারণ, বেশকিছু পকেট আগুন তখনও জ্বলছিল বলে আশঙ্কা ছিল দমকলের কর্মীদের। দমকল সূত্রে খবর, এলাকা সম্পূর্ণ দাহ্য বস্তুতে ভরা, অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই। ফলে ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে দ্রুত। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণও জানা যায়নি এখনও। ঘটনা প্রসঙ্গে ডেপুটি কমিশনার গৌরব লাল বলেন, ‘ঘটনার তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে কীভাবে আগুন লেগেছে।‘
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪