
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজেদের আয়কর অফিসার পরিচয় দিয়ে চিনার পার্ক এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার অভিযোগে গ্রেপ্তার সিআইএসএফের এক ইনস্পেক্টর, এক হেড কনস্টেবল এবং এক মহিলা কনস্টেবল-সহ আরও দুই কনস্টেবল। এদের মধ্যে ধৃত ইনস্পেক্টর অমিতকুমার সিং ফরাক্কা ব্যারেজে কর্মরত এবং বাকিরা আরজি কর হাসপাতালে এর আগে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে পুলিশের একটি সূত্র জানায়।
জানা গিয়েছে, গত ১৮ মার্চ চিনার পার্ক এলাকায় এক প্রোমোটারের বাড়িতে গভীর রাতে হানা দেন সিআইএসএফ কর্মীরা। প্রোমোটার আগেই মারা গিয়েছেন। বাড়িতে তাঁর প্রথম স্ত্রীর সন্তান এবং দ্বিতীয় স্ত্রী থাকতেন। নিজেদের আয়কর দপ্তরের অফিসার ও কর্মী পরিচয় দিয়ে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেড়ে নেন সিআইএসএফ জওয়ানরা। এরপর বাড়িতে লুটপাট চালিয়ে নগদ ৩ লক্ষ টাকা এবং ২০ ভরি সোনার গয়না নিয়ে নিয়ে চম্পট দেয় বলে জানা যায়।
ঘটনার পর প্রোমোটারের প্রথম স্ত্রীর কন্যা বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে। যে গাড়িটি এই অপরাধে ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির খোঁজ করে চালক দীপক রানাকে আটক করে পুলিশ। দীপককে জিজ্ঞাসাবাদেই উঠে আসে এই সিআইএসএফ জওয়ানদের 'কীর্তি'। সেই সঙ্গে পুলিশ জানতে পারে ঘটনার রাতে প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী আরতি সিংয়ের ঘরে লুটপাট না করে শুধু তাঁকে দিয়ে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জানতে পারে এক ব্যক্তির মাধ্যমে তাঁর সঙ্গে ফরাক্কা ব্যারেজে কর্মরত সিআইএসএফ ইনস্পেক্টর অমিতকুমার সিংয়ের সঙ্গে যোগাযোগ হয়। তাঁর সঙ্গে যোগসাজশে এই ডাকাতির পরিকল্পনা তৈরি হয়। ঘটনার রাতে এই ইনস্পেক্টর গোটা লুটপাটের নেতৃত্ব দেয় বলে অভিযোগ। আগের পক্ষের সন্তানের সঙ্গে স্বামীর সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী এই লুটের পরিকল্পনা করে বলে অভিযোগ।
অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে ঘটনায় জড়িত আরও দু'জনের খোঁজ চলছে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১