
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণা চক্র ফাঁস হল কলকাতায়। বিধাননগরে হদিশ মিলল একটি ভুয়ো কল সেন্টারের। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ উদ্যোগে তল্লাশি চালিয় উদ্ধার হয়েছে নগদ ৬৭ লক্ষ টাকা। এর পাশাপাশি ১৪টি অ্যান্ড্রয়েড ফোন, দু'টি নোটবুক, একটি টাকা গোনার যন্ত্র মেশিন, ছ'টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
বিধান নগর কমিশনারেটের ডিসি ডিডি সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানান, মঙ্গলবার বিধাননগর কমিশনরাটের তরফ থেকে একটি যৌথ তল্লাশি চালানো হয়। বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে সেক্টর ফাইভ-এর একটি অফিসে তল্লাশি চালায়। পুলিশ জানতে পেরেছিল, সল্টলেকের ইমাজিন টেক পার্ক নামক একটি বহুতলে একটি আন্তর্জাতিক ভুয়ে কল সেন্টার চলছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেখা যায় একটি অফিস তৈরি কল সেন্টার চলছে। তল্লাশির সময় সেখানে দু'জন উপস্থিত ছিলেন। তাঁদের ল্যাপটপ এবং কম্পিউটার পরীক্ষা করে দেখা যায় একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে বিদেশে ফোন করা হতো। উপস্থিত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আমেরিকার নাগরিক-সহ বিভিন্ন দেশের নাগরিকদের তথ্য রয়েছে তাঁদের কাছে। সংখ্যাটি লক্ষাধিক। সেখান থেকে নম্বর নিয়ে তাঁরা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করতেন। এই টাকা গিফট কার্ড ও বিটকয়েনের মাধ্যমে নেওয়া হতো। এরপরে সেই টাকা অন্য দেশ ঘুরিয়ে তারপরে নগদে পরিণত করা হত।
জিজ্ঞাসাবাদ করে জানা যায় কল সেন্টারটি অবিনাশ জয়সওয়াল নামে এক ব্যক্তি চালাতেন। তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অফিসে উপস্থিত দুই কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত পীযূষ-সহ তিন জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের বুধবার আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১