
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর সম্পর্কে ছেদ, স্ত্রী স্বামীকে ছেড়ে গিয়েছেন প্রেমিকের কাছে। তাতে প্রবল মনঃকষ্টে ভেঙে পড়েন স্বামী, করবেন কী! ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নেন। স্ত্রীকে চিরতরে ভুলে যাওয়ার এটাই নাকি সহজ উপায়। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী! শুনতে অবাক লাগলেও ঘটল তাই। ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান দ্রৌপদী রায় (৩৫) দীর্ঘ উনিশ বছরের সংসার ছেড়ে, স্বামীকে ছেড়ে চলে যান প্রেমিকের সঙ্গে। আর তাতেই স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েন। তারপরেই সিদ্ধান্ত, স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি।
অচিন্ত পেশায় রাজমিস্ত্রি। নিঃসন্তান দম্পতি। উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। প্রায় দু’ দশকের মাথায় সম্পর্কে ছেদ পড়ে তো বটেই, জানা গিয়েছে ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে
স্বামীকে দেখানো চেষ্টা করেন, এমনকী স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ারও করতেন।
তাতেই বেজায় চটেছেন স্বামী। স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে, তাঁর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে তাই এই কাজ।পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, ‘আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। তাই আমরা তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি।‘
স্বামী অচিন্ত বলেন, ‘পরিবারে কোনও অশান্তি ছিল না। তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলত। আমি অনেক শাসন করেছিলাম। শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম।‘ বক্তব্য, একদিন কাজ থেকে ফিরে দেখেন টাকা পয়সা, গয়না সব নিয়ে স্ত্রী চলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রিলস শেয়ার করে জানিয়েছেন বলে জানিয়েছেন অচিন্ত।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী