
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্রুত চূড়ান্ত করতে হবে আসন সমঝোতার বিষয়টি। মঙ্গলবার দিল্লিতে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে এই বিষয়ে সকলেই একমত হন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিনের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস সভাপতি ও সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তাঁর সঙ্গে গলা মেলান ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সমর্থন করেন বাকি নেতারাও। ঠিক হয় আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে আসন সমঝোতার বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে হবে। যে রাজ্যে যে দল বড় তাদের এই বিষয়ে উদ্যোগী হতে হবে।
এর পাশাপাশি ইভিএম প্রসঙ্গেও গুরুত্ব দেওয়া হয়। ফারুক আবদুল্লা থেকে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই ইভিএম–এর স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১০০ শতাংশ ভিভিপ্যাট–এর বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে।
এদিন বৈঠকে উপস্থিত রাহুল গান্ধী জোর দেন দেশের সমস্যা নিয়ে যতটা সম্ভব সাধারণ মানুষের কাছে পৌঁছনোর ওপরে। বৈঠকে উপস্থিত বামেদের পক্ষ থেকে বলা হয় ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা কোনোভাবেই সমর্থন করা হবে না। আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এই বিষয়টি উত্থাপন করেন। তাঁকে সমর্থন করেন অন্য বাম দলের প্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁরা দুজনেই বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তাঁরা মোটেই আগ্রহী নন। মূল লক্ষ্য বিজেপিকে হারানো।
বৈঠকে উঠে এসেছে উত্তরপ্রদেশে কংগ্রেসের ভূমিকার প্রসঙ্গ। সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, উত্তরপ্রদেশে বিশেষভাবে নজর রাখতে হবে। কারণ লোকসভা নির্বাচনের নিরিখে এই রাজ্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে তাঁদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক মজবুত হওয়া দরকার। কারণ মায়াবতীর দল বিএসপিকে সমর্থন আর বিজেপিকে সমর্থনের মধ্যে কোনও তফাৎ নেই। আসন্ন
নির্বাচনে বিজেপিকে হারাতে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, সেটি হল পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব অনুরোধ করেন, কোনও দল যেন আলোচনা না করে কোথাও প্রার্থী দিয়ে না দেয়।
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!