
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেয়েছে পরিচালক পথিকৃৎ বসুর বহুচর্চিত ছবির প্রথম পোস্টার 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'। মুখ্যভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য-সহ এক ঝাঁক তারকা অভিনেতা। এই প্রথম এক ছবিতে মিঠুন-অঞ্জন। পর্দায় মিঠুনের স্ত্রী অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। এই পোস্টারেও একসঙ্গে হাজির তাঁরা।
পোস্টারে দেখা যাচ্ছে পার্কে একটি বেঞ্চে বসে রয়েছেন অঞ্জনা। তাঁর মুখে ফুটে উঠেছে একচিলতে অস্বস্তির সঙ্গে খানিক দ্বিধা। অভিনেত্রীর দু’পাশে বসে রয়েছেন মিঠুন ও অঞ্জন। মিঠুনের হাবভাবে যেখানে খানিক ফুটে উঠেছে তাঁর স্ত্রী-এর প্রতি ব্যাকুলতা, সেখানে অঞ্জন ধরা দিয়েছেন একেবারে নিজস্ব অঞ্জনময় ছন্দে। ঢেউখেলানো পাফড চুলের সঙ্গে হাওয়াই টি-শার্টে দুষ্টু হাসি হেসে অঞ্জন রয়েছেন অঞ্জনেই। বলাই বাহুল্য, পোস্টার থেকেই খানিক স্পষ্ট ছবিতে এই তিনজনের চরিত্রের আভাস। পরিচালক পথিকৃৎ বসুকে এই পোস্টার নিয়েই প্রশ্ন করেছিল আজকাল ডট ইন।
তিনি বললেন, “হ্যাঁ। খানিকটা তো বটেই। এই পোস্টারে চেষ্টা করেছি এই তিন মূল চরিত্র কেমন, তার প্রাথমিক আভাস দর্শককে দেওয়ার। ছবিতে মিঠুনদার চরিত্রটি বিচ্ছেদ চেয়েও দম্পতি মিলনের আশায় বছরের পর বছর পরস্পরের জন্য ‘অপেক্ষা’ করেছেন। তাঁর কাছে অপেক্ষাটাই ভালবাসা। অঞ্জনদা এই ছবিতে একটা চমক। গান তো গেয়েইছেন, পাশাপাশি ওঁর একটি অন্য রূপ দেখতে পাবেন দর্শক। এক নারী হৃদয়ের জন্য দুই প্রৌঢ়ের দ্বন্দ্ব এ ছবির প্রধান উপজীব্য। তার উপর এই দুই পুরুষ সম্পূর্ণ বিপরীত মেরুর।” আর অঞ্জনা বসু? কেন তিনি এই ছবিতে প্রধান মহিলার চরিত্র হিসাবে আপনার ভাবনায় এসেছিলেন? পরিচালকের জবাব, “চেয়েছিলাম, যে মধ্যবয়সিনীকে নিয়ে এই দুই পুরুষের দ্বন্দ, তিনি যেন একইসঙ্গে আকর্ষণীয় হন এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হন। তাই অঞ্জনাদি।” তবে এই পোস্টারের পর যে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ আরও পোস্টার একে একে আসবে বাকি চরিত্রদের নিয়ে, সেকথাও জানাতে ভুললেন না তিনি।
উল্লেখ্য, আগেই শোনা গিয়েছিল এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তা টের পাওয়া গেল ছবির পোস্টারেও। বাংলা নববর্ষের বদলে এ ছবি মুক্তি পাচ্ছে আগামী ১ মে। সম্প্রতি, ছবির কলাকুশলীদের সঙ্গে রং খেলে এই ছবির প্রচার শুরু করেছিলেন মিঠুন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর ধরে চলা এক ডিভোর্স মামলা নিয়ে এগোবে ছবির গল্প। এক দম্পতি মধ্যবয়সে আইনি বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে ২৭ বছরেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। এই দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনাকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে। গল্পের অন্য পিঠে বর্তমান প্রজন্মের এক দম্পতির সম্পর্কের টানাপড়েনের ঘটনাও দেখানো হবে। এই জুটিতে ধরা দেবেন পরমব্রত-মধুমিতা। সত্যম এবং রোশনিকে দেখা যাবে মিঠুন-অঞ্জনার অল্প বয়েসের ভূমিকায়। ছবির চমক হিসাবে থাকছে অঞ্জন দত্তর কণ্ঠে একটি গান। গত বছর পুজোর সময় মুক্তি পায় পথিকৃৎ পরিচালিত ছবি ‘শাস্ত্রী’। সে ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!