মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
SSvdo | | Editor: Sudipta Samanta ২০ মার্চ ২০২৫ ০৪ : ০০Sudipta Samata
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে... । ছোট্ট চড়ুই পাখির অট্টালিকায় থাকার অহংকার আজ ফুরিয়েছে। অতি আধুনিকতার যুগে চড়ুই বিলুপ্তির পথে। কিন্তু জীববৈচিত্র্য রক্ষায় এই পাখির গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, পরিবেশবান্ধব ও কৃষিবান্ধব চড়ুইয়ের রয়েছে মেলা বাস্তুগুণও। ২০ মার্চ, বিশ্ব চড়ুই দিবস। এই ছোট্ট পাখির কিচিরমিচির এখন শোনা যায় না বলেই চলে। কিন্তু বাস্তুতত্ত্ববিদরা বলছেন, দেখতে ছোট হলেও চড়ুইকে কখনই অবহেলা করা ঠিক নয়।