সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

ভিডিও | বলাগড়ের কাছেই নয়া ডেস্টিনেশন

HEMRAJ ALI | ১৯ ডিসেম্বর ২০২৩ ১২ : ৫৩


মন্তর গতিতে বয়ে চলা নদী। পাম-মেহগনি-পাইন গাছের ছাওয়ায় প্রাণ জুড়ানো হাওয়া৷ মিঠে রোদ। প্রকৃতির অপার সৌন্দর্য্য নিয়ে নদীর বুকে দাঁড়িয়ে থাকা ছবির মতো একটি দ্বীপ। নাম সবুজ দ্বীপ। না, এটা কাকাবাবু-সন্তুর অ্যাডভেঞ্চারের সেই সবুজ দ্বীপ নয়, এই দ্বীপে দেখা মেলে না জারোয়াদেরও। 
দ্বিতীয় ভিও, এই দ্বীপ রয়েছে হুগলির বলাগড়ের কাছে। কলকাতা থেকে মাত্র ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ। সড়কপথে গেলে সময় লাগবে ঘণ্টা দুয়েক। ট্রেনে গেলে আপনার গন্তব্য হবে সোমরাবাজার। সেখান থেকে নৌকায় সবুজ দ্বীপ। পিকনিক হোক বা প্রিয়জনের একান্ত সঙ্গ উপভোগ, অথবা পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় কাটানো। একদিনের ছুটিতে ভ্রমণপিপাসুদের আদর্শ ডেস্টিনেশন সবুজ দ্বীপ।
শুধু আদিম মহিরুহের সমাবেশই নয় সবুজ দ্বীপ ও সংলগ্ন এলাকায় রয়েছে বহু দর্শনীয় স্থানও। নৌকা ভাড়া করে আপনি দেখে নিতেই পারেন নবরত্ন মন্দির, বারোচালার আনন্দময়ী মন্দির, দ্বাদশ শিবমন্দির, হরসু্ন্দরী ও নিস্তারিণী কালী মন্দির। শ্রীপুর জমিদারবাড়িতে কারুকার্যময় আটচালার দুর্গামণ্ডপ, রাধাগোবিন্দজিউর মন্দির, চণ্ডীমণ্ডপ প্রভৃতি। ঘুরতে ঘুরতে ক্লান্ত লাগলে আবার ফিরে আসুন দ্বীপের সবুজের সমারোহে। সেখানেও মনোরঞ্জনের সুব্য়বস্থা হিসেবে রয়েছে মাছ ধরার বন্দোবস্ত, ওয়াচ টাওয়ার প্রভৃতি। রাত কাটানোর পাশাপাশি রয়েছে রসণাতৃপ্তির সু ব্যবস্থাও। তবে এই দ্বীপকে আরও বেশি করে লোকচক্ষুর সামনে নিয়ে আসতে প্রশাসনের সহায়তার আবেদন জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।  




নানান খবর

সোশ্যাল মিডিয়া