বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ মার্চ ২০২৫ ০৪ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ আইপিএলের আগে খোল-নলচে বদলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। দলে একাধিক নতুন মুখ। দলের উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল মনে করেন, নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লির ট্রফির খরা কাটবে। মেগা নিলামের আগে বাংলার ক্রিকেটারকে রেখে দেয় দিল্লি। অভিষেক মনে করেন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছয় বছর কাটিয়ে ফেলায় দল এবং প্লেয়ারদের বোঝেন অক্ষর। ২০১৯ সাল থেকে ক্যাপিটলসদের সঙ্গে আছেন অক্ষর। ভারতের সাদা বলের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এবার অক্ষরের অধিনায়কত্বে নতুন স্বপ্ন দেখছেন বাংলার ক্রিকেটার। অভিষেক বলেন, 'বেশ কয়েকবছর ধরে অক্ষর ভাই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছে। তাই ও ফ্র্যাঞ্চাইজির সবকিছু জানে। অধিনায়ক হিসেবে ও ভাল হবে। আমাদের জন্যও ভাল। ও বড় ভাইয়ের মতো। মাঠে এবং মাঠের বাইরে আমাকে অনেক সাহায্য করেছে। মাঠের বাইরে ও মজাদার। কিন্তু মাঠে খুবই ফোকাসড। আমি ওর অধিনায়কত্বে খেলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত ওর নেতৃত্বে দিল্লি ট্রফি জিতবে।'
ইদানিং ভয়ডরহীন ক্রিকেট খেলেন অভিষেক। এই পরিবর্তনের জন্য সৌরভ গাঙ্গুলিকে কৃতিত্ব দেন বাংলার উইকেটকিপার ব্যাটার। গতবছর দিল্লির ক্রিকেট ডিরেক্টর ছিলেন প্রাক্তন অধিনায়ক। তবে এবার পদ বদলে গিয়েছে। সৌরভের জায়গায় দিল্লির নতুন ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও। মেয়েদের আইপিএলে ফোকাস করছেন সৌরভ। তবে এই জায়গায় পৌঁছনোর জন্য, প্রাক্তন বোর্ড সভাপতির কাছেই কৃতজ্ঞ বাংলার ক্রিকেটার। অভিষেক বলেন, 'দিল্লি ক্যাপিটালস আমাকে অনেক সুযোগ দিয়েছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ পাওয়ায় নিজের খেলাকে পরর্বতী পর্যায় নিয়ে যেতে পেরেছি। গাঙ্গুলি স্যার আমাকে খুব সাহায্য করেছে। আমার পাশে থেকেছে। সবসময় হাত খুলে খেলার পরামর্শ দিয়েছে।' বাংলার হয়ে সফল হন অভিষেক। আইপিএলের আরও একটি সংস্করণ শুরু হওয়ার আগে এটাই প্রেরণা বাংলার তরুণ ক্রিকেটারের। গতবছর রিকি পন্টিং এবং ঋষভ পন্থের সঙ্গে প্রচুর সময় কাটান। দুই তারকার থেকে অনেক কিছু শিখেছেন। এবার সেই মোটিভেশন কাজে লাগাতে চান। পন্থ অভিষেককে বলেছিলেন, 'তুমি পারবে। তুমি ভাল খেলো।' এবার দিল্লিতে নেই ঋষভ। কিন্তু প্রাক্তন অধিনায়কের এই বার্তা অভিষেকের কানে বাজছে।
নানান খবর

নানান খবর

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া