বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ১৫ : ৪৭Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
পুরনো লুকে কেন ফিরলেন সলমন?
সিকান্দর ছবির শুটিং পুরোপুরি শেষ করেই সেলুনে ছুটেছিলেন সলমন খান। বছর দুয়েক ধরে সযত্নে লালিত চাপদাড়ি কেটে ফেলে একেবারে পুরনো দিনের মতো ক্লিন শেভড লুকে ফিরেছেন 'টাইগার'। সলমনের টিমের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ব্যক্তিগত জীবনে চুল-দাড়ি কেটে সবসময় ধোপদুরস্ত থাকাটাই পছন্দ করেন সলমন। তাই 'সিকান্দর' এর শুট শেষ হতেই আর একমুহূর্ত দেরি করেননি তিনি। প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে বিভিন্ন লোকেশনে এই ‘সিকান্দর’-এর শুটিং চলেছিল। ছবিতে তিনটা গান, চারটি আইটেম ডান্স নম্বর এবং পাঁচটি ভরপুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে।
এষার আফসোস
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে হিসাবে প্রচার যথেষ্ট পেয়েছিলেন। সেই নিরিখে এষা দেওলের কেরিয়ারের গ্রাফ যতটা ওঠার কথা ছিল তার সিকিভাগও ওঠেনি। একসময় ফিরিয়েছেন একাধিক ছবি ও আইটেম ডান্স নম্বরে পারফর্ম করার প্রস্তাব, যা পরবর্তী সময় বহুল জনপ্রিয় হয়েছিল জনতামহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেইসব প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করলেন এষা। জানালেন, ‘গোলমাল’ ছবি এবং ‘ওমকারা’র ‘বিড়ি জ্বলাইলে’ গানের সঙ্গে আইটেম নম্বরে পারফর্ম করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু নিজের পারিবারিক সংস্কৃতির কথা মাথায় রেখে সেইসব প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দিয়েছিলেন তিনি, যা ভাবলে তাঁর আফসোস হয় আজ।
ফের সমস্যায় ‘কৃষ ৪’
কৃষ ৪ ছবি নিয়ে কাটছেই না জট। বলিউডে যেসব ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক, সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃষ’ সিরিজের এই চার নম্বর ছবি। কথা ছিল,রাকেশ ও হৃতিক রোশনের প্রযোজনায় ‘কৃষ ৪’ পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। 'ওয়ার' ও 'পাঠান' খ্যাত এই পরিচালকের এই ছবিতে সহ-প্রযোজকের দায়িত্ব পালনেরও কথা ছিল। কিন্তু ছবির বাজেট ৭০০কোটি ছুঁয়ে ফেলছে দেখে সেই ঝুঁকি নিতে নাকি নারাজ সিদ্ধার্থ আনন্দ, সূত্রের খবর। সেই সূত্র আরও জানিয়েছে, একপ্রস্থ লম্বা বৈঠকের পর নিজেকে এই ছবির থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন সিদ্ধার্থ। অর্থাৎ পরিচালনা কিংবা সহ-প্রযোজনা কোনওটাই তিনি আর এই ছবির জন্য করবেন না।
খবর, অন্য একটি প্রথম সারির প্রযোজনা সংস্থা নাকি এই ছবির জন্য হাতে মেলাতে পারেন হৃতিকের এই ছবির জন্য। সবমিলিয়ে খানিক অস্বস্তিতেই রয়েছে এই ছবি। চলতি বছরের মাঝামাঝি যেখানে ‘কৃষ ৪’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল সেখানে এই ছবির শুটিং নাকি ২০২৬-এর আগে শুরু করে সম্ভব হবে না এই সমস্যার জেরে।
নানান খবর

নানান খবর

জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?

‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?

পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী?

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?
বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ